ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ১২ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লীতে ইরান-পাকিস্তান-ভারত প্রাকৃতিক গ্যাস লাইন নির্মাণের প্রশ্নে বৈঠক করেছেন ।
গত মাসে পাক-ভারত প্রাকৃতিক গ্যাস লাইন কর্ম গ্রুপ গঠিত হওয়ার পর এটি এই গ্রুপের প্রথম সম্মেলন । পাকিস্তানের প্রতিনিধিরা আশা করেন এই সম্মেলনে অগ্রগতি অর্জিত হবে ।
দু'দিনব্যাপী সম্মেলনে পাকিস্তানে এই লাইন নির্মাণের খরচ এবং লাইনের নিরাপত্তা সমস্যা , প্রাকৃতিক গ্যাস পরিবহন সংখ্যা ও খরচ ইত্যাদি সমস্যা নিয়ে পরামর্শ করা হবে । তা ছাড়া তুর্কমেনিস্তান-আফগানিস্তান -পাকিস্তান প্রাকৃতিক গ্যাস লাইন ভারতে সম্প্রসারণের প্রশ্নেও দু'পক্ষের মত বিনিময়ের পরিকল্পনা আছে ।
|