চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জং চুয়ান ১১জুলাই পেইচিংয়ে বলেছেন , ইউরোপীয় ইউনিয়ান তথ্য ও আইনগত যুক্তির অভাবে চীনের জুতা রফতানির বিরুদ্ধে যে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন দৃঢ়ভাবে তার বিরোধিতা করে ।
ইউরোপীয় ইউনিয়ান গত ৩০ জুন ও ৭ জুলাই যথাক্রমে চীনের রফতানিকৃত শ্রমিকদের নিরাপত্তার জন্য ব্যবহৃত জুতা ও চামড়ার জুতার বিরুদ্ধে অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে ।
মুখপাত্র জং চুয়ান বলেছেন , চীনের যে সব পন্য বিপুল পরিমানে রফতানি করা হয় জুতা সেগুলোর অন্যতম ।জুতা শিল্প চীনের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কিত । ২০০৫ সালের আগে চীনের রফতানিকৃত অনেক প্রকার জুতার উপর কোটা আরোপিত ছিল । কোটা তুলে নেওয়ার অনতিকাল পর ইউরোপীয় ইউনিয়ান অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করে। এটা মোটেই দুপক্ষের বাণিজ্যের দীর্ঘকালিন উন্নয়নের অনুকুল নয় ।
|