গণতান্ত্রিক কঙ্গোয় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দলের মুখপাত্রী ১১ তারিখে বলেছেন যে , রোয়ান্ডার হুটু জাতির সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা ১০ তারিখ রাতে গণতান্ত্রিক কঙ্গোর পূর্ব অঞ্চলের একটি গ্রামের ওপর হামলা চালিয়ে ৩৯ জন স্থানীয় বেসামরিক নাগরিক হত্যা করেছে।
আরো জানা গেছে, গণতান্ত্রিক কঙ্গোর পূর্ব অঞ্চলের দক্ষিন কিভু প্রদেশের বুকাভু এলাকার একটি গ্রামে এই হামলা ঘটেছে। সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিরা ১০ তারিখে এই গ্রামে পৌঁছে অনেক নিরীহ নারি এবং শিশুকে ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে হত্যাকান্ত ঘটিয়েছে, এদের মধ্যে ৩৯ জন প্রাণ হারিয়েছে, এবং ৭ জন আহত হয়েছে।
গণতান্ত্রিক কঙ্গো সরকারের কর্মকর্তা মনে করেন যে , স্থানীয় গ্রামবাসীরা গতসপ্তাহে জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীর পরিচালিত রোয়ান্ডার হুটু জাতির সরকার বিরোধী সশস্ত্র শক্তি দমনের অভিযানে সাহায্য দিয়েছে । হয়ত প্রতিশোধ নেয়ার জন্য তাদের ওপর এই হামলা চালানো হয়েছে ।
|