চীনের জাতীয় যুব ফেডারেশনের আমন্ত্রণে ফিলিপাইনের ১১১ সদস্য-বিশিষ্ট যুব প্রতিনিধিদল ১১১জন ১১ জুলাই পূর্ব চীনের হাংচৌ শহরে পৌঁছে চীনে আট দিনব্যাপী আনুষ্ঠানিক সফর শুরু করেছে।
জানা গেছে, প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে সরকারী কর্মকর্তা,তরুণ-তরুণী সংস্থার নেতা, শিল্পপতি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ইত্যাদি ফিলিপাইনের বিভিন্ন মহলের যুবক প্রতিনিধি রয়েছে। প্রতিনিধিদল চীনের বেসরকারী শিল্পপ্রতিষ্ঠান , তরুণ-তরুণীদের ক্রীড়া কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয় দেখবেন।
গত কয়েক বছরে চীন ও ফিলিপাইনের তরুণ-তরুণীদের মধ্যে আদানপ্রদান ক্রমে বৃদ্ধি হয়েছে। ২০০৫ সালের এপ্রিল মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আর ফিলিপাইনের প্রেসিডেন্ট আরোয়ো চীন ও ফিলিপাইনের যুব সহযোগিতা সম্পর্কে মতৈক্যে পৌঁছেছেন,তার পর দু'দেশের তরুণ-তরুণীদের আদানপ্রদান নিরন্তর বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালের নভেম্বর মাসে চীনের এক শোজন সদস্যের একটি প্রতিনিধিদলও ফিলিপাইন সফর করবে।
|