চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়ক বিভাগের উপমহাপরিচালক জাং সিয়াং ছেন ১১ জুলাই উত্তরপূর্ব চীনের তালিয়েনে বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশ করার পর, চীন ডোহা আলোচনায় সক্রীয় ও গঠনমূলক মনোভাব নিয়ে অংশ গ্রহণ করেছে বলে আলোচনার বিকাশে ইতিবাচক অবদান রেখেছে।
তিনি বলেছেন, চীন একটি বৃহত্ দেশ, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার পর বিভিন্ন আলোচনায় সার্বিকভাবে অংশ নিয়েছে এবং চীনের অবস্থান ও প্রস্তাব প্রকাশ করেছে। একইসময় চীন সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে অধিষ্ঠান নিয়ে সক্রীয়ভাবে সমন্বয় সাধন করেছে।
|