v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-12 10:48:22    
বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষের দল

cri

    তিনটি মাথা, একটা কম্পিউটার, পাঁচ ঘন্টার সহযোগিতা…… ২০০৫ সালের ৬ই এপ্রিল, সাংহাইয়ে অনুষ্ঠিত "২৯তম এ.সি.এম. আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের প্রোগ্রামিং প্রতিযোগিতা"র সর্বশেষ পর্যায়ে, সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয় দল সাফল্যজনকভাবে ৮ টা প্রশ্নের উত্তর দিয়েছে। ছ'টি মহাদেশের ২৯ টি দেশ ও অঞ্চলের ৭৮টি প্রতিযোগিদলের মধ্যে সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয় দল একটি বেশী উত্তর দিয়ে জয়লাভ করেছে এবং "বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ" চ্যাম্পিয়ন কাপ অর্জন করেছে।

    তিন বছর পর, এ.সি.এম. বিশ্বের সর্বশেষ পর্যায়ের শিরোপা সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে আবার ফিরে এসেছে। দলের নেতা ইউ ইয়োং দলের সদস্যদের সঙ্গে দেশ ও বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলে ধরে বিজয়মঞ্চে উঠেছেন এবং বিজয়ের আনন্দাশ্রু বর্ষণ করেছেন।

    ১৯৯৬ সালে আন্তর্জাতিক এ.সি.এম. প্রতিযোগিতা চীনের মূলভূভাগে প্রবেশ করা করেছে। সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয় চীনের সবচেয়ে আগের প্রতিযোগি দলগুলোর মধ্যে একটি হিসেবে ৭বার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে এবং ২০০২ সালে প্রথম বার এ.সি.এম. কাপ এশিয়ায় এনেছে। কয়েক দশকে ইউরোপ বা আমেরিকান দেশগুলোর এই প্রতিযোগিতায় অপরাজিত অবস্থান ভেদ করেছে এবং পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে।

    ২০০৪ সালের এ.সি.এম. সর্বশেষ পর্যায়ে সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ১৩তম। ২০০৫ সালে প্রতিযোগিতা সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ বিশ্ববিদ্যালয় দলের শিরোপা পুণরুদ্ধারের আশা ছিল। কিন্তু এর সঙ্গে চাপও ছিল।

    সর্বশেষ প্রতিযোগিতায় প্রথমে পারফরম্যান্স ভাল নয়। প্রতিযোগিতার প্রথম ৩ ঘন্টা, সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ২০ তমের নীচে। যখন তাদের অবস্থান ১০এ পৌঁছেছে, তখন প্রতিযোগিতা শেষ হতে শুধু আধ ঘন্টা বাকি।

    সবাই মনে করেছিলেন যে তারা শিরোপা জয় করতে চমত্কারভাবে অঘটন ঘটিয়ে দিলো। তারা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছে। ফলে সাফল্যজনকভাবে ৮টি প্রশ্নের উত্তর দিয়ে এ. সি. এম. প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন বিজয়ী হয়েছে।

    কোন্ শক্তি সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়কে প্রায়-পরাজয় থেকে বিজয়ীর আসনে বসিয়ে দিয়েছে? দলের প্রধান তাই ওয়েন ইউয়ান বলেছেন যে, অবশ্যই বিজয়ী হবার স্বপ্নই আমাদের বিজয়ী করেছে!"

    প্রশিক্ষক ইউ ইয়োং সংবাদদাতাদের বলেছেন, সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের স্লোগ্যান হচ্ছে: অনুশীলনকে প্রতিযোগিতা হিসেবে নাও এবং প্রতিযোগিতাকে অনুশীলন হিসেবে।

    প্রতিযোগিতার প্রস্তুতি নেবার জন্য, দলের সদস্যরা তাদের প্রিয় বিনোদন ত্যাগ করেছে। একদিনও ছুটি কাটায়নি। সারা দিন কম্পিউটার রুমে বসেছিলো। একঘেঁয়েমি প্রৌসেস বার বার করেছিলো। তাই ওয়েন ইউয়ান কয়েকটি চেয়ার বসে বসে ভেঙ্গেছে।

    প্রতিযোগিতায় অংশ নেয়া তিনজন সদস্যের মধ্যে, দলের প্রধান তাই ওয়েন ইউয়ান সিদ্ধান্ত নেয় এবং প্রশাসন ও পরিচালনা করে; চাও সুয়াং কম্পিউটার পরিচালনার দায়িত্ব পালন করে, ইয়াং বো হাই অন্য দু'জনকে সহযোগিতা করে এবং ভুল পরীক্ষা করে।

    সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের দু'শতাধিক ছাত্রছাত্রীর মধ্যে বাছাই করার সময়, ইউ ইয়োং প্রত্যেককে একটি কাগজে শ্রেষ্ঠ "তিনজনের দল" লেখার দাবি জানিয়েছেন। কি আশ্চর্য। প্রত্যেকের উত্তর শুধু দু'রকম: একরকম হচ্ছে সবচেয়ে শক্তিশালী গ্রুপ এবং অন্য রকম হচ্ছে নতুন মানুষ শিক্ষাদানের গ্রুপ। এ. সি. এম. প্রতিযোগিতা হচ্ছে প্রত্যেকের স্বপ্ন । যে কোনো বাছাইয়ের কিছু বিসর্জন দিতে হয়। কিন্তু লক্ষ্য শুধু একটি-শিরোপা জয় করা এবং কাপটি চিরদিন সাংহাই যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে এবং চীনে রাখা।

    নতুন মানুষ শিক্ষাদানের জন্য কোচ্ নতুন ছাত্র ইয়াং বোহাইকে দলে নেন, কিন্তু প্রতিযোগিতায় সে শুধু সহযোগিতা করতে পারে। একজন কম-বয়সী প্রতিভাবান কম্পিউটার বিশেষজ্ঞ হলেও তিনি প্রধান ভূমিকা না নিয়ে শুধু একজন মামূলি সহকারীর দায়িত্ব নিয়েছেন। ইয়াং বোহাই অনেক বার নিজের চরিত্র বা ভূমিকা পরিবর্তন করেছেন।

    "সামষ্টিক স্বার্থকে সব সময় ব্যক্তিগত স্বার্থের উপরে রাখা উচিত। প্রতিযোগিতায় আমি অবশ্যই দলের প্রধানের আজ্ঞাপালন করি এবং দলের সদস্যদের সঙ্গে সমঝোতা করি। সর্বশেষ প্রতিযোগিতায় তিনি মনোযোগ দিয়ে দলের সদস্যদের ভুল খুঁজেছেন। শিরোপা জয়ের জন্যে তিনি অনেক অবদান রেখেছে।

    দলের সদস্যদের মধ্যে একটি বিখ্যাত কথা হচ্ছে: আমাদের ঐক্য আমাদের বিজয়ের প্রতিশ্রুতি। আমাদের ঐক্য আমাদের বিজয়ের কারণ। যখন ফুরফুরে পাঁচ-তারকা লাল পতাকা আমাদের কারণে বাতাসের সাথে পাল্লা দিয়ে উড়তে থাকে, তখন আমাদের আস্থা আরো দৃঢ়, আরো সংহত হয়।