রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় ১১ জুলাই প্রকাশিত বিবৃতিতে মোলদোভা দু'জন রাশিয়ার পর্যবেক্ষককে আটক করার নিন্দা করেছে এবং মোলদোভার কাছে অবিলম্বে তাদের মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে যে, মোলদোভার স্থনীয় কর্তৃপক্ষ ৯ তারিখ মোলদোভায় স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথের আন্তর্জাতিক বেসরকারী পর্যবেক্ষণ সংস্থার দু'জন রাশিয়ান কর্মকর্তাকে আটক করেছে। যদিও মোলদোভায় রাশিয়া দূতাবাস বার বার মোলদোভার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু এখনও মোলদোভা সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা পায় নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মোলদোভা পক্ষের কাছে অবিলম্বে রাশিয়ার নাগরিককে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। নইলে রাশিয়া অনুরূপ ব্যবস্থা নেবে।
|