জাতি সংঘের মহাসচিব কোফি আন্নান ১১ জুলাই তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে কিরগিজস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি স্বাগত জানিয়েছেন।
বিবৃতিতে নির্বাচনের শান্তিপূর্ণ ও সুশৃংখল আয়োজনের প্রশংসা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, এবারকার নির্বাচন হচ্ছে কিরগিজস্তানের স্থিতিশীল রাজনীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিবৃতিতে কিরগিজস্তানের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করার আশা প্রকাশ করা হয়েছে।
১০ জুলাই কিরগিজস্তানে প্রেসিডেন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিটি ১১ জুলাই ঘোষণা করেছে যে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কুর্মানবেক্ বাকিয়েফ্ ৯৯.৫২ শতাংশ ভোটের মধ্যে ৮৬.৯৭ শতাংশ ভোট পেয়েছেন।
|