১ ১ জুলাই ১৯৬০ আফ্রিকার চারটি দেশের স্বাধীনতা ঘোষণা
১৯৬০ সালের ১১ জুলাই দাহোমে, নিজের , আপার ভলটা আর আইভরি কোস্ট এ চারটি পশ্চিম আফ্রিকান দেশ ফ্রান্সের সঙ্গে সার্বভৌম দেশে পরিণত হবার চুক্তি সাক্ষর করে। এ চারটি দেশ ফ্রান্সের উপনিবেশ দেশ ছিল। ১৯৫৮ সালের ডিসেম্বর মাসে উল্লেখিত চারটি দেশ যথাক্রমে ফ্রান্সের গোষ্ঠির"
স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রে পরিণত হয়। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর , এ চারটি দেশ যথাক্রমে ১৯৬০ সালের ১ আগষ্ট, ৩ আগষ্ট, ৪ আগষ্ট আর ৭ আগ্যষ্ট আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা কথা ঘোষণা করে।
১১ জুলাই ১৯৮২ সালে ইতালি ১২তম বিশ্ব কাপ ফুটবল চ্যাম্পীয়ন
১৯৮২ সালের ১১ জুলাই ১২তম বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয়। ইতালি দল ৩: ১ গোলে জার্মানী দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়। সেবারকার বিশ্ব কার্প সারা পৃথিবীতে যে আলোড়ন সৃষ্টি করেছিল তা অভুতপূর্ব । প্রায় ৩০ লক্ষাধিক পার্সন টাইমস দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে যান। এই মেয়াদের বিশ্ব কার্প ফুটবল প্রতিযোগিতায় ইউরোপীয় দলগুলো চমত্কার নৈপুণ্য দেখিয়েছে। অবশেষে ইতালি, জার্মানী, পৌল্যান্ডআর ফ্রান্স সেমি ফাইনালে উন্নীত হয়।
১১ জুলাই ১৯৮৭ বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটিতে উন্নীত
দ্বিতীয় মহা যুদ্ধের পর সারা পৃথিবীর লোকসংখ্যার বৃদ্ধি স্পষ্টভাবে দ্রুততর হয়। জাতি সংঘের জনসংখ্যা তহবিল ১৯৮৭ সালের ১১ জুলাইকে বিশ্বের ৫০০ কোটি লোকসংখ্যা দিবস ঘোষণা করে। সে দিন বিশ্বের অনেক দেশ নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে লোকসংখ্যা সংক্রান্ত তাত্পর্য প্রচার করে।
১১ জুলাই ১৯৬২ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে প্রথম সারা পৃথিবীতে টেলিভিশন অনুষ্ঠান প্রচার করা হয়
১৯৬২ সালের ১১ জুলাই মার্কিনীরা প্রথম বার ইউরোপের ভূ-ভাগ থেকে সরাসরি সম্প্রচারিত টিভি অনুষ্ঠান দেখতে পান।এই অনুষ্ঠানছিল টেলিযোগাযোগ উপগ্রহের মাধ্যমে ফ্রান্স আর ব্রিটেনের সম্প্রচারিত অনুষ্ঠান ।এর পর মার্কিন সরকারের সারা পৃথিবীতে টেলিভিশনের নতুন ক্ষেত্রে দেখা দেয়া সুযোগা আর সমস্যা নিয়ে গবেষণার আগ্রহ বেড়ে যায়।
১১ জুন ১৯৮৯ কলম্বিয়া, মেকসিকো আর ভেনিকুয়েলাকে নিয়ে তিনটি দেশের গোষ্ঠি প্রতিষ্ঠিত
লাতিন আমেরিকার শান্তিমূলক উন্নয়নে সমর্থন করা এবং লাতিন আমেরিকার একায়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৯৮৯ সালের ১১ জুলাই কলম্বিয়া, মেকসিকো, ভেনিজুয়েলা এ তিনটি দেশের গোষ্ঠি প্রতিষ্ঠিত হয়।
|