চীনের প্রধান মন্ত্রী ওয়েন জিয়া বাও ১১ জুলাই পেইচিংয়ে মার্কিন বাণিজ্য মন্ত্রী গুটিয়েরেজের সঙ্গে সাক্ষাতের সময় জোর দিয়ে বলেছন , দু দেশের দীর্ঘকালিন স্বার্থ ও বিশ্বায়নের দিক থেকে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক অর্থনৈতিক আর বাণিজ্যিক সম্পর্কের বিকাশ বিবেচনা করা উচিত ।
তিনি আরো বলেছেন , পরস্পরের চিন্তাভাবনা ও উত্কন্ঠাও সসম্মানে বিবেচনা করা উচিত । দ্বিপাক্ষিক সহযোগিতায় উদ্ভুত নতুন সমস্যা সমাধান করা উচিত বন্ধুত্বপূর্ণ সংলাপ ও পরামর্শের মাধ্যমে ।
দুদেশের অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে চীন-মার্কিন অর্থনীতি ও বাণিজ্য যুক্ত কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে প্রধান মন্ত্রী ওয়েন জিয়া বাও বলেছেন , চীন-মার্কিন আর্থ- বাণিজ্য সম্পর্কের উন্নয়নে দুদেশের জনগণের যথেষ্ট উপকার হয়েছে এবং দুদেশের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা অনবরত সম্প্রসারিত হয়েছে।
মার্কিন বাণিজ্য মন্ত্রী গুটিয়েরেজ বলেছেন , দু পক্ষ সদিচ্ছা নিয়ে সংলাপের মাধ্যমে যে মতভেদ কমিয়েছে তা সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
|