১১ জুলাই ফিনল্যান্ড সংবাদ সংস্থার খবরে প্রকাশ , ইন্দোনেশিয়ার আচেহর বিছিন্নতাবাদী সংস্থা "আচেহ মুক্তি আন্দোলনের" মুখপাত্র বাটিয়ার আবদুল্লাহ সুইডেনের রাজধানী স্টকহোমে তাঁর বিবৃতিতে বলেছেন , এই সংস্থা ইন্দোনেশিয়া সরকারের শর্ত গ্রহণ করে আচেহর স্বাধীনতার দাবী ছেড়ে নেবে ।
১২ জুলাই ইন্দোনেশিয়া সরকার ও আচেহ মুক্তি আন্দোলনের প্রতিনিধিরা আবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিন্কি গিয়ে পঞ্চম দফা শান্তি আলোচনা করবে ।
অন্য খবরে জানা গেছে , ইন্দোনেশিয়া সরকার মনে করে এই দফার আলোচনা খুব গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক , ইন্দোনেশিয়া সরকার আশা করে দু'পক্ষ আলোচনায় শান্তি চুক্তির ব্যাপারে একমত হবে ।
|