১১ জুলাই পেইচিংয়ে তাইওয়ান প্রনালীর দুপারের সম্পর্ক গবেষনা কেন্দ্র ও সিনতাংয়ের প্রতিনিধি দল আলোচনা সভায় বসেছে । আলোচনায় অংশগ্রহনকারীরা মনে করেন , দুপারের উচিত জাতির অধিষ্ঠানে দাঁড়িয়ে জাতির কল্যানের ভিত্তিতে সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক উপকারিতা ও দুপক্ষের বিজয় লাভ করা ।
প্রনালীরদুপারের সম্পর্ক গবেষনা কেন্দ্রের উপদেষ্টা ওয়াং চাইসি আলোচনা সভায় বলেছেন , বর্তমান দুপারের সম্পর্কের উন্নয়নে জাপ বিরোধী যুদ্ধের বিজয় উদযাপন করার এক গুরুত্বপূর্ণ তাত্পর্য হল চীনা জাতির মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত নীতিগত সমস্যায় যাবতীয় রাজনীতিবিদ ও পার্টিগুলোর উচিত রাষ্ট্রের স্বার্থ ও জাতির স্বার্থ প্রথম স্থানে রাখা , এক পার্টির স্বার্থ , এক পক্ষের কল্যান পাশে রেখে মিলিতভাবে স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের বিরোধিতা করা এবং শান্তিপূর্ণ একীকরণ তরান্বিত করা ।
সিনতাংয়ের চেয়ারম্যান ইয়ু মুমিন ভাষণে বলেছেন , সিনতাং চীনা জাতির অধিষ্ঠানে দাঁড়িয়ে সকল চীনা সন্তানদের সঙ্গে মিলে অব্যাহতভাবে দুপারের শান্তিপূর্ণ একীকরণ করার , স্বাধীন তাইওয়ান প্রয়াসীদের বিরোধিতা করার এবং চীনের মর্যাদা উন্নত করার প্রচেষ্টা চালাবে ।
|