১১ জুলাই মধ্য পাকিস্তানে বন্যা প্রতিরোধ কাজে নিয়োজিত এক জাহাজে বৈদ্যুতিকশক লেগে ১৪জন লোক নিহত আর ১১জন আহত হয়েছে ।
পাকিস্তানের এক বেসরকারী টেলিভিশনের খবরে প্রকাশ , ১১ জুলাই সকালে এক ত্রান জাহাজ মধ্য পাকিস্তানের মুলতান শহরের ৩৫০ কিলোমিটার পশ্চিমের এক গ্রামে বন্যায় আটক দুর্গতদের স্থানান্তর করার সময়ে বৈদ্যুতিকশক লেগে চারজন শিশু সহ ১৪জন নিহত হয়েছে । তাছাড়া ৬জন নিখোঁজ হয়েছে ।
জুলাই মাস থেকে পাকিস্তানে বর্ষাঋতু শুরু হয় । সারা দেশের নদীতে জোয়ার আসে । মধ্য পাকিস্তানের সিন্ধু নদী আর অন্য ছোটো বড় নদীতে বন্যা হওয়ায় কয়েকডজন লোক মারা যায় , লক্ষ লক্ষ লোক গৃহ হারায় , লাখোকোটি হেক্টর জমি জলে ডুবে যায় । বন্যা প্রতিরোধের জন্যে পাকিস্তান বিপুল সৈন্য পাঠিয়েছে ।
|