মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আবুল গেইট ১০ জুলাই কাইরোয় তাঁর বিবৃতিতে জোর দিয়ে বলেছেন , যদিও ইরাকস্থ মিসরের প্রথম পররাষ্ট্র কর্মকর্তা ইহাব আল শেরিফ নিহত হয়েছেন , তবু এই ঘটনা মিসর-ইরাক সম্পর্ককে প্রভাবিত করবে না ।
গেইট জোর দিয়ে বলেছেন , মিসর ইরাকে অব্যাহতভাবে তার ভূমিকা পালন করবে । নিরাপত্তার কারণে মিসর অস্থায়ীভাবে ইরাকস্থ মিসরীয় স্বার্থ প্রতিনিধিত্বকারি কার্যালয়ের কূটনীতিকদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।
গেইট বলেছেন , শেরিফের হত্যাকান্ড তদন্ত করে এই সমস্যার সমাধান বিবেচনা করার দায়িত্ব ইরাকের । ইরাকের সশস্ত্র সংস্থার সঙ্গে শেরিফের সম্পর্ক থাকার কথা তিনি অস্বীকার করেছেন এবং আরেক বার ঘোষণা করেছেন যে , শেরিফ হত্যা হওয়ার আগে ইরাকস্থ মিসরের সংশ্লিষ্ট কার্যালয়কে মিসরের দূতাবাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত মিসর সরকার নেয় নি ।
একইদিন , ইরাকের আন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারী মিসরের প্রেসিডেন্ট মুবারাককে ফোন করেছেন । ফোনে তিনি মিসর-ইরাক এবং আরব দেশগুলোর সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করার গুরুত্বের ওপর জোরারোপ করেছেন ।
|