v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-11 16:40:13    
০৪ জুলাই--১০ জুলাই,২০০৫

cri
হু চিন থাওঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন করবে

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১০ জুলাই পেইচিংয়ে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কোন্ডলীজা রাইসের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, চীন পক্ষ চীন-মার্কিন সম্পর্কের উপর গুরুত্ব দেয় এবং মার্কিন পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়ন করতে ইচ্ছুক।

রাইস আবার ঘোষণা করেছেন যে, মার্কিন পক্ষ এক-চীন নীতি অনুসরণ করে এবং দু'দেশের তিনটি যুক্ত-ইসতাহারে অটল থাকবে।

কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সম্পর্কে হু চিন থাও বলেছেন, চীন পক্ষ ছ-পক্ষীয় বৈঠকের নতুন অনুষ্ঠানকে স্বাগতম জানায় এবং যুক্তরাষ্ট্র-সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মিলে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা চালিয়ে নতুন ছ-পক্ষীয় বৈঠক সফল করে তোলায় সক্রিয় গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।

এশীয় দেশগুলোর মধ্যে চীনের বিদেশ-ভ্রমণকারীদের সংখ্যা সবচেয়ে বেশী

২০০৪ সালে চীনের বিদেশ-ভ্রমণকারীদের মোট সংখ্যা ছিল ২৮.৮৫কোটি (পার্সন টাইমস), এর আগের বছরের চেয়ে ৪৩% বেড়েছে। এশীয় দেশগুলোর মধ্যে চীন থেকেই বিদেশ-ভ্রমণকারীদের সংখ্যা সবচেয়ে বেশী এবং সারা বিশ্বে চীন থেকে বিদেশ-ভ্রমণকারীদের সংখ্যা সবচেয়ে দ্রুত বেড়েছে ।

চীনের রাষ্ট্রীয় পর্যটন প্রশাসনের মহাপরিচালক শো ছিওয়েই "২০০৫ সালে দেশের বাইরে যাওয়ার পর্যটনকর্ম সম্মেলনে" উপরোক্ত তথ্য প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, চীনের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জনগণের জীবনযাত্রা আরও বেশী উন্নত এবং বৈচিত্র্যময় হয়েছে।আরও বেশী চীনা নাগরিক বিদেশে ভ্রমণ করতে চাইছেন। চীনের বাইরে যাওয়ার পর্যটন উন্নয়নের একটি নতুন সময়পর্ব শুরু হচ্ছে ।

ই ইউ -এর কর্মকর্তাঃ ইউরোপ-চীন সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হবে

ই ইউ কমিটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক অধিকর্তা মাদাম ওয়াল্ডনার ৪ তারিখে ব্রাসেলসে বলেছেন, তিনি বিশ্বাস করেন , ই ইউ এবং চীনের সম্পর্ক অব্যাহতভাবে জোরদার হবে।

ই ইউ-চীন সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানে ওয়াল্ডনার এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ই ইউ এবং চীন উভয়েই গত ৩০ বছরে উন্নয়নের বিরাট সাফল্য অর্জন করেছে, দু'পক্ষের সম্পর্ক প্রথম দিককার বাণিজ্যিক সম্পর্ক থেকে সার্বিক রণনৈতিক অংশীদারী সম্পর্কে বিকশিত হয়েছে।

চীন পারমাণবিক অস্ত্রের অবিস্তার এবং আঞ্চলিক সংঘর্ষ ইত্যাদি সমস্যার নিষ্পত্তিতে যে সক্রীয় ভূমিকা পালন করেছে, ওয়াল্ডনার তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ই ইউ এবং চীনের মধ্যে বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে কিছু সমস্যা আছে। কিন্তু তিনি বিশ্বাস করেন , সব সমস্যাই পারস্পরিক সমঝোতার উপায়ে সংলাপের মাধ্যমে অবশ্যই সমাধানযোগ্য । সম্প্রতি ই ইউ এবং চীন যে বস্ত্র বাণিজ্য সমস্যা সমাধান করেছে , তিনি তার প্রশংসা করেছেন।

মার্কিন পন্ডিতঃ চীন মার্কিন শিল্প প্রতিষ্ঠান কিনলে যুক্তরাষ্ট্রের লাভ

মার্কিন অর্থনীতিবিদরা সম্প্রতি বলেছেন , চীনা কোম্পানির মার্কিন কোম্পানি ক্রয় যদিও রাজনৈতিক দিক থেকে বাধা-বিঘ্নের শিকার হচ্ছে , তবু তা অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক।

ব্লমবার্গের খবরে প্রকাশ , মার্কিন অর্থনীতিবিদ ক্যাথরিন এল মান্ সম্প্রতি বলেছেন . বিদেশী কোম্পানিরমার্কিন শিল্প প্রতিষ্ঠান কেনা মার্কিন বাজারের জন্য পুঁজি আর বাজার সম্প্রসারণের সুযোগ বয়ে আনবে । চীনা কোম্পানি মার্কিন শিল্প প্রতিষ্ঠান কেনার ফলে চীন আরো সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সংগে তার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পথ অন্বেষণকরবে ।

ওয়াশিংটনের একজন গবেষক বলেছেন , বিদেশী শিল্প প্রতিষ্ঠান মার্কিন শিল্প প্রতিষ্ঠান ক্রয় করলে মার্কিন বাজারের জন্য বড় অংকের পুঁজি যোগানো হবে । এর সংগে সংগে মার্কিন শিল্প প্রতিষ্ঠানের পন্য বাজারও সম্প্রসারিত হবে ।

গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে উ তা ওয়েই'র দঃ এশিয়া সফর অব্যাহত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েন ছাও ৫ জুলাই পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে দক্ষিণ এশিয়া সফররত চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তা ওয়েই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জাতি সংঘের সংস্কারের সমস্যা নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন।

তিনি আরো ব্যাখ্যা করেছেন, উ তা ওয়েই পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া দেশগুলো সফরকালে চীন ও সংশ্লিষ্ট দক্ষিণ এশিয়ার পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা আর বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি ইত্যাদি সমস্যা নিয়ে মত বিনিময় করছেন।

চীন শ্রীলংকা সরকারের জাতীয় মিলন বাস্তবায়নের প্রয়াস সমর্থন করে

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৫ জুলাই নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন শ্রীলংকা সরকারের শান্তিপূর্ণ উপায়ে জাতীয় পুনর্মিলন বাস্তবায়ন করা এবং শ্রীলংকার আপামর জনতার স্বার্থরক্ষার প্রয়াসকে সমর্থন করে।

 সম্প্রতি শ্রীলংকা সরকার তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার সাথে সুনামি -উত্তর ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। শ্রীলংকার অভ্যন্তরের কিছু শক্তি এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, ফলে দাঙ্গাহাঙ্গামার পরিস্থিতি দেখা দিয়েছে। এই প্রসঙ্গে লিউ চিয়ান ছাও বলেছেন, চীন সরকার বরাবরই শ্রীলংকা সরকারের নেয়া দেশের ঐক্য, সার্বভৌমত্বএবং ভূভাগের অখন্ডতা রক্ষার প্রচেষ্টাসমর্থন করে। চীন পক্ষ আশা এবং বিশ্বাস করে, বিভিন্ন পক্ষের মিলিত প্রচেষ্টায়শ্রীলংকার জনগণ শীঘ্রই সুনামিতে বিধ্বস্ত স্বদেশকে পুনর্গঠিত করবেন এবং দেশে স্থায়ী শান্তি , স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বাস্তবায়ন করবেন।

ভারত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমে অংশগ্রহণ করবে না

৫ তারিখে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মুখেরজী নয়াদিল্লীতে বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমে অংশগ্রহণ করবে না, ভারত নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম গবেষণা করছে।

তিনি একইদিন তথ্য জ্ঞাপন সভায় বলেছেন, যদি মার্কিন প্রযুক্তি না পায়, ভারত অব্যাহতবাবে নিজের ক্ষেপণাস্ত্র পরিকল্পনা কার্যকরী করবে। এটা মনমোহন সিংয়ের যুক্ত ফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে, ভারতের সরকার এই প্রথম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম সম্পর্কে সরাসরী প্রকাশ করেছে, ভারত কোনো দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমে অংশ নেবে না।

ভারতের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ভারতের প্রতিরক্ষ গবেষণা এবং উন্নয়ন সংস্থা বরাবরই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম গবেষণা করছে।

চার রাষ্ট্র-গোষ্ঠী শীঘ্রই জাতি সংঘকে খসড়া প্রস্তাব দেবে

জাতি সংঘস্থ ভারতের স্থায়ী প্রতিনিধি নিরুপম ৫ জুলাই সংবাদ মাধ্যমকে বলেছেন, ৭ জুলাইয়ের আগে জাপান, ভারত, জার্মানী ও ব্রাজিলকে নিয়ে গঠিত চার রাষ্ট্র-গোষ্ঠী ৫৯তম জাতি সংঘ সাধারণ পরিষদের সচিবালয়ে নিরাপত্তা পরিষদের সদস্য বৃদ্ধির খসড়া প্রস্তাব দাখিল করবে।

একইদিন সন্ধ্যায় জাতি সংঘস্থ জার্মান স্থায়ী প্রতিনিধি দলের কার্যালয়ে চার রাষ্ট্র-গোষ্ঠীর প্রতিনিধিরা কাঠামো সিদ্ধান্তে অংশ নেয়ার কিছু দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কার শেষে নিরুপম বলেছেন, জাতি সংঘ সাধারণ পরিষদের সচিবালয় তাদের এই প্রস্তাব জাতি সংঘের অন্যান্য ভাষায় যত তাড়াতাড়ি সম্ভব অনুবাদ করবে। জাতি সংঘ সাধারণ পরিষদের ১১ জুলাই অধিবেশনে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে অনুমান করা হচ্ছে।

পাকিস্তান, ইরান , ভারতের প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মানের নতুন অগ্রগতি

পাকিস্তানের ডন্ পত্রিকার ৮ তারিখে খবরে প্রকাশ, পাকিস্তান আর ইরান ৭ জুলাই ইরান থেকে পাকিস্তান পার হয়ে ভারতগামী গ্যাস পাইপ নির্মান করতে রাজি হয়েছে, এবং পাইপ নির্মান সংক্রান্ত পরবর্তীকালের সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে, দশ বছর ধরে পরিক্লপনাধীন ইরান, পাকিস্তান ও ভারত এই তিন দেশের প্রাকৃতিক গ্যাস পাইপ প্রকল্পে বাস্তব অগ্রগতি অর্জিত হয়েছে।

  ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী এবং পাকিস্তানের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ৬ থেকে ৭ তারিখ ইসলামাবাদে পাকিস্তানের কাছে ইরানের প্রাকৃতিক গ্যাস রপ্তানি এবং এই প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মান সমস্যা নিয়ে বৈঠক করেছেন। দু'পক্ষ বৈঠকের পর এক স্মারক লিপি স্বাক্ষর করেছে। তাতে বলা হয়েছে যে, আগামী বছরের এপ্রিল মাসের আগে ইরান আর পাকিস্তান প্রাকৃতিক গ্যাস রপ্তানী চুক্তি স্বাক্ষর করবে। বিভিন্ন পক্ষ গ্যাস পাইপ নির্মানের সকল লিখিত কাজ সম্পন্ন করবে।

জানা গেছে, পরিকল্পিত এই প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মানে মোট ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে, গোটা প্রকল্প শেষ করতে প্রায় তিন বছর সময় লাগবে।

জি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্ত

জি ৮-গোষ্ঠীর শীর্ষ সম্মেলন ৮ জুলাই ব্রিটেনের স্কোটল্যান্ডের গ্লেনিগালসে সমাপ্ত হয়েছে।

সম্মেলনে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, ২০১০ সালের আগে তার দেয়া আর্থিক সাহায্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার হবে। এর মধ্যে অর্ধেক আর্থিক সাহায্য আফ্রিকান দেশগুলোকে দেওয়া হবে।

আফ্রিকান দেশগুলোর স্বার্থ-জড়িত সমতামূলক বাণিজ্যের ব্যাপারে, জি ৮-গোষ্ঠীর নেতারা আবার ঘোষণা করেছেন যে, কৃষি ক্ষেত্রে তাদের অভ্যন্তরিন ভর্তুকি কমানো হবে এবং বিভিন্ন রকমের রপ্তানি ভর্তুকি কমানো হবে। কিন্তু এর বাস্তবায়নের সময়সূচি স্থীর হয়নি।

সম্মেলন শেষে জি ৮-গোষ্ঠীর নেতারা যে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে যে, জি ৮-গোষ্ঠী সন্ত্রাস-দমন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করবে এবং যথা শীঘ্রই সম্ভব পারমাণবিক সন্ত্রাস দমন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে প্রয়াস চালাবে।

লণ্ডণ২০১২ সালের ওলিম্পিকস আয়োজক নির্বাচিত

আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির ১১৭তম পূর্ণাংগ অধিবেশনে আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির প্রতিনিধিরা সিংগাপুরে স্থানীয় সময় ৬ জুলাই সন্ধ্যায় লণ্ডণকে ২০১২ সালের ওলিম্পিক গেমসের স্বাগতিক নির্বাচিত করেছেন।

২০১২ সালে ওলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার জন্য আবেদনকারী ৫টি শহর হচ্ছে প্যারিস , নিউইয়র্ক , মস্কো , লন্ডন আর মাদ্রিদ ।

আন্তর্জাতিক সমাজ লন্ডন বিস্ফোরণ ঘটনার নিন্দা

৭ জুলাই ব্রিটনের লন্ডনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটার পর আন্তর্জাতিক সমাজ পর পর এই ঘটনার তীব্র নিন্দা করেছে ।

চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৭ জুলাই লন্ডনের সন্ত্রাস হামলার তীব্র নিন্দা করেছেন ।

সাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব চাং দে কুয়াং ৮ জুলাই পেইচিংয়ে তাঁর বিবৃতিতে এই ধারাবাহিক সন্ত্রাস হামলার তীব্র নিন্দা করেছেন ।ভারতের মন্ত্রীসভা কমিটি ৭ তারিখ সন্ধ্যায় বিবৃতি প্রকাশ করে এই বিস্ফোরণ ঘটনার তীব্র নিন্দাও করেছে । একইদিন , ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো,থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাসিন, অস্ট্রলিয়া প্রজাতন্ত্র, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডও এই সন্ত্রাস হামলার তীব্র নিন্দা করেছে

সর্বশেষ খবর অনুযায়ী , বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে , আর ৭০০ জনেও বেশী মানুষ আহত হয়েছে ।