চীন-মার্কিন যৌথ বাণিজ্য কমিটি অর্থাত্ জে. সি. সি. টি.র ১৬ তম সম্মেলন ১১ জুলাই পেইচিং অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ দু'দেশের বস্ত্র, মেধা সম্পদের স্বত্বাধিকার, ভারসাম্যহীন বাণিজ্য ইত্যাদি সমস্যা নিয়ে মত বিনিময় করেছে।
চীনের উপ-প্রধানমন্ত্রী উ ই মার্কিন বাণিজ্যমন্ত্রী কার্লোস্ গুটিয়েরেজ্, বাণিজ্যিক প্রতিনিধি রব্ পর্টম্যান এক সঙ্গে এবারকার সম্মেলন পরিচালনা করেছেন। চীনের বাণিজ্যমন্ত্রী বো সি লাই ও যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী মাইকোল্ জহানস্ও সম্মেলনে অংশ নিয়েছেন।
জে. সি. সি. টি. ১৯৮৩ সাল প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে দু'দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের দ্বীপাক্ষিক আর্থ-বাণিজ্যিক পরামর্শ ব্যবস্থা।
|