দুই দিনের শক্তিপরীক্ষার পর, ১০ জুলাই চীনে চীনের নারী টেনিস দল ৪-১ পয়েন্টেস্লোভেনিয়া দল পরাজিত করেছে। এবারকার জয়ের মাধ্যমে চীনের নারী টেনিস দল আগামী বছরে প্রথমবার ফেড কাপ টেনিস দলগত প্রতিযোগিতার বিশ্ব দলের প্রতিযোগিতায় অংশ নেবে।
ফেড কাপ হলো আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের নারী দলগত প্রতিযোগিতা। বর্তমানে মোট ৮৮টি দেশ ও অঞ্চল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তার মধ্যে বিশ্ব দলের প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করে।
|