লাইবেরিয়ায় শান্তি রক্ষার জন্যে চীনের তৃতীয় কিস্তির শান্তিরক্ষী বাহিনীর প্রথমদল ৯ জুলাই রাতে পেইচিং থেকে রওয়ানা হয়েছে । দ্বিতীয় দল ১৯ জুলাই লাইবেরিয়ায় রওয়ানা হবে ।
চীনের তৃতীয় কিস্তির শান্তিরক্ষীবাহিনীর মধ্যে পরিবহন দল , ইন্জিনিয়ার দল ও চিকিত্সক দল সহ মোট ৫৫৮জন রয়েছেন ।
এর আগে চীন লাইবেরিয়ায় দুই কিস্তিতে মোট ১১১৬জন সদস্য বিশিষ্ট শান্তিরক্ষী দল পাঠিয়েছে । গত দেড় বছরে চীনের শান্তিরক্ষীদলের সকল অফিসার ও সৈনিক নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চমত্কারভাবে জাতিসংঘের ন্যস্ত করা শান্তিরক্ষার কাজ সম্পন্ন করেছেন ।
|