১০ জুলাই বিকেলে পেইচিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির তাইওয়ান বিষয়ক অফিসের সকল দায়িত্বশীল ব্যক্তিসিনতাং পার্টির প্রতিনিধি দলের সঙ্গে কর্ম-আলোচনা করেছেন ।
কেন্দ্রীয় সরকারের তাইওয়ান বিষয়ক অফিসের প্রধানছেন ইউয়ুন লিন বলেছেন , প্রতিষ্ঠিত হওয়ার দিন থেকে সিনতাং পার্টি দৃঢতার সঙ্গে স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরোধিতা করে আসছে , শান্তিপূর্ণভাবে দুই পারের একীকরণের প্রস্তাব করে আসছে এবং দুই পার এক চীনে অন্তর্ভূক্তহওয়ার ধারণা পোষণ করে আসছে । এই কারণে সিনতাং দুপারের চীনা জনগনের শ্রদ্ধা ও স্বীকৃতি পেয়েছে । সিনতাংয়ের সঙ্গে অর্থনেতিক ও সাংস্কৃতিক আদানপ্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং মূলভূভাগে তাইওয়ানের ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থরক্ষা করার বিষয় নিয়ে আলোচনা করতে চীনের তাইওয়ান বিষয়ক অফিস ইচ্ছুক ।
চেয়ারম্যান ইয়ু মুমিনের নেতৃত্বেসিনতাং পার্টিরপ্রতিনিধি দল একই দিন সকালে পেইচিং পৌঁছেছে ।
|