ইস্রাইল আন্তর্জাতিক আইন উপেক্ষা করে যে অব্যাহতভাবেপৃথকীকরণ দেয়াল নির্মান করে ফিলিস্তিনের ভুমি দখল করছে তার প্রতিবাদে ৯ জুলাই ফিলিস্তিন স্বাশাসন সরকার , বেসরকারী সংস্থা এবং আন্তর্জাতিক শান্তি সংস্থার সঙ্গে মিলে দুমাসব্যাপী স্বাধীন গ্রীষ্মকাল নামে তত্পরতার আয়োজন করেছে ।
তত্পরতার আয়োজনকারীরা এই দিনে রামারাহ শহরে সাংবাদিকদের বলেছেন , ফিলিস্তিনী জনসাধারণ ইস্রাইলের বামপন্থী এবং আন্তর্জাতিক শান্তিকামী ব্যক্তিদের সঙ্গে মিলে পালাক্রমে জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের যাবতীয় শহর এবং পূর্ব জেরুজালেমে শান্তির জন্যে নানা ধরনের প্রতিবাদমূলকতত্পরতার আয়োজন করছেন ।
ইস্রাইলের পরিকল্পনা অনুযায়ী ইস্রাইল ১৯৬৭ সাল অর্থাত মধ্যপ্রাচ্য যুদ্ধের আগেকার যুদ্ধবিরতি লাইন বেয়ে জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন নিয়ন্ত্রিতঅঞ্চলের সঙ্গে সংলগ্ন অঞ্চলে পৃথকীকরণ দেয়াল নির্মান করছে । ২০০৪ সালের জুলাই মাসে হেগ আন্তর্জাতিক আদালত ঘোষণা করেছে যে , ইস্রাইলের এই কার্যকলাপ আন্তর্জাতিক আইন লংঘন করেছে এবং ইস্রাইলের কাছে অবিলম্বে এই কাজ বন্ধ করার এবং দেয়াল ভেংগে দেয়ার দাবী জানিয়েছে ।
|