কেনিয়ার তথ্য মাধ্যম ১০ জুলাই আন্তর্জাতিক সংবাদ সমিতির সর্বশেষ পরিসংখ্যান উদ্ধৃত করে বলেছে যে , এই বছরে সারা বিশ্বে মোট ৪০ জন সংবাদদাতা দায়িত্ব পালনে প্রাণ বিসর্জন করেছেন । তাঁদের মধ্যে ১১ জন ইরাকে এবং ৬ জন ফিলিপিনিসে নিহত হয়েছেন ।
খবরে বলা হয়েছে , ইরাক ও ফিলিপিনিস ছাড়া , বাংলাদেশ , ব্রাজিল , কোলম্বিয়া , হেইতি , মেক্সিকো , পাকিস্তান ও সোমালিয়া এই সাতটি দেশের প্রতিটিদেশে ২ জন করে সংবাদদাতার মৃত্যু হয়েছে , অন্য ৯টি দেশের প্রতিটি দেশে ১ জন করে সংবাদদাতা নিহত হয়েছেন ।
আন্তর্জাতিক সংবাদ সমিতি বলেছে , যদিও বিভিন্ন ধরনের সংঘর্ষের খবর প্রকাশের সময় কয়েক সংবাদদাতা নিহত হয়েছেন , তবে সত্যি সত্যিই কিছু সংখ্যক সংবাদদাতা আততায়ীর গুলিতে মারা গেছেন ।
|