স্থানীয় সময় ১০ জুলাই সকালে কিরগিজিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়েছে ।
কিরগিজিস্তানে মোট ২৬.৯ লক্ষ ভোটার আছে । সকালের ভোটদানের পরিস্থিতি থেকে বোঝা যায় , ৫০ শতাংশেরও বেশী ভোটার ভোট দেবে । রাত ৯টায় ভোটদান শেষ হবে । নির্বাচনের প্রাথমিক ফলাফল ১১ তারিখে প্রকাশিত হবে ।
প্রেসিডেন্টের ভার প্রাপ্ত প্রধামন্ত্রী কুর্মানবেক বাকিয়েভ সহ মোট ৬ জন পদপ্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন । বাকিয়েভ রাজধানী বিশকেকে বলেছেন , এবারের নির্বাচনের জন্য কিরগিজিস্তানের কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথেষ্ট প্রস্তুতি নিয়েছে । তিনি বিশ্বাস করেন যে , এবারের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ ।
|