৯ জুলাই উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থার খবরে প্রকাশ , এই মাসের শেষ সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসবে ।
খবরে বলা হয়েছে , ৯ তারিখে চীনের পেইচিংয়ে উপ পররাষ্ট্র মন্ত্রী কিম কিয়ে গুয়েনের নেতৃতাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ও উপ পররাষ্ট্র মন্ত্রী ক্রিস্টফার হিলের নেতৃতাধীন মার্কিন প্রতিনিধি দল বৈঠক করেছে । এই মাসের শেষ সপ্তাহের মধ্যে নতুন দফা ছ'পক্ষীয় বৈঠক আয়োজন করতে দু'পক্ষ রাজি হয়েছে ।
খবরে আরো বলেছে যে , যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকার করতে সম্মত্ত হয়েছে , যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর আক্রমণ চালাবে না এবং ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোতে দু'দেশের সরাসরি দ্বিপাক্ষিক সংলাপ চালাতে রাজি হয়েছে ।
উত্তর কোরিয়া যে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে আসবে , চীন , দক্ষিণ কোরিয়া , যুক্তরাষ্ট্র ও রাশিয়া তাকে স্বাগত জানিয়েছে ।
|