লাক্সেম্বার্গে ১০ জুলাই ইউরোপীয় সংবিধানিক চুক্তির উপর গণভোট নেওয়া হয়েছে।
স্থানীয় সময়ে সকালে ৮টা থেকে বিকেলে ২টা পর্যন্ত গণভোট নেওয়া হয়েছে। গণভোটের প্রাথমিক ফলাফল শিগ্গিরইপ্রকাশিত হবে।
ফ্রান্স ও হোল্যান্ডের গণভোটে এই সংবিধানিক চুক্তি নাকচ হওয়ার পর লাক্সেম্বার্গ এই প্রথম গণভোট নেওয়া হয়েছে। একটি জরিপ থেকে জানা গেছে, ফ্রান্স ও হোল্যান্ডের গণভোটে এই চুক্তি নাকচ হওয়ার পর, লাক্সেম্বার্গ তার বিরোধীতা করার নাগরিকদের সংখ্যা কিছুটা বেড়েছে, কিন্তু অধিকাংশ নাগরিক তার সমর্থক।
|