কোটেডিভার জাতীয় নিরস্ত্র কমিটির চেয়ারম্যান আলাইন ডোনয়াহি ৯ জুলাই রাজধানী ইয়ামুসুক্রোয় ঘোষণা করেছেন যে , সরকারী বাহিনী ও সরকার বিরোধী বাহিনীর প্রতিনিধিরা সশস্ত্র ব্যাক্তিদের নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়নের সময়সুচী সম্পর্কে মতৈক্যে পৌঁছেছেন ।
ডোনয়াহি এক সংবাদ সম্মেলনে বলেছেন , দু পক্ষ অস্ত্র সমর্পনের সময় উত্তরাঞ্চলের নিরাপত্তা রক্ষা প্রভৃতি বিষয়ে এক মত হয়েছে ।
কোটেডিভার জাতীয় টিভি কেন্দ্রের খবরে প্রকাশ , অগ্যাস্ট মাস থেকে সশস্ত্র ব্যাক্তিদের অস্ত্র সমর্পন ও কর্মসংস্থানের কাজ শুরু হবে যাতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন সময়মত অনুষ্ঠিত হতে পারে ।
কোটেডিভা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার লুইস আর্বু একই দিন কোটেডিভার মানবাধিকারের অবস্থায় উদ্বেগ প্রকাশ করার সঙ্গেসঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি মানবাধিকার লংঘনের উপর আঘাত হানার আহ্বান জানিয়েছেন ।
|