চিলির পররাষ্ট্রমন্ত্রী ইগনাসিও ওয়াল্কার ৯ জুলাই সেনডিয়াগোয় চীনের সংবাদদাতাকে সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, চিলি সরকার জাতিসংঘের সংস্কারকে সমর্থন করে, তবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার চালাতে হবে।
ওয়াল্কার বলেছেন, জাতিসংঘের বর্তমান কাঠামো স্নায়ু যুদ্ধোত্তর পরিস্থিতি এবং বিশ্বায়নের নতুন প্রবণতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে সংস্কার করা উচিত। তিনি মনে করেন, জাতিসংঘ সাধারণ পরিষদ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-সহ গোটা জাতিসংঘের কাঠামো সংস্কার করা উচিত, যাতে তার প্রতিনিধিত্ব আরো ব্যাপক হয়।
ওয়াল্কার আরো বলেছেন, চিলি জাতিসংঘের সংস্কারের পক্ষপাতী, কিন্তু আগামী ত্রিশ ও চল্লিশ বছরে জাতিসংঘের বিকাশ ও জাতিসংঘের গোটা কাঠামো সম্পর্কে সদস্য দেশগুলোর অর্জিত ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার চালানো উচিত।
|