চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সেলার হুয়া চিয়েন মিন সম্প্রতি পেইচিংয়ে বলেছেন, চীন দৃঢ়ভাবে পরিবার পরিকল্পনার মৌলিকনীতি অনুসরণ করে নিম্ন জন্ম হার বজায় রাখার প্রচেষ্টা চালাবে।
সম্প্রতি আয়োজিত একটি সম্মেলনে হুয়া চিয়েন মিন বলেছেন, বিংশ শতাব্দীর সত্তরের দশকে চীনে সার্বিকভাবে পরিবার পরিকল্পনার নীতি কার্যকরী করার পর মোট ৩০ কোটি শিশুর কম জন্ম হয়েছে। চীন বিশ্বের লোকসংখ্যার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রেখেছে। তিনি আরো বলেছেন, চীন অব্যাহতভাবে নাগরিকদের দেরিতে বিয়ে ও দেরিতে সন্তান জন্ম দিতে উত্সাহ দেবে , লোকসংখ্যা নিয়ন্ত্রণে ও পরিবার পরিকল্পনায় আরো বেশী অর্থ বরাদ্দ করবে এবং "জন্ম নিয়ন্ত্রণ না করলে শাস্তি দেয়া"-র বদলে "জন্ম নিয়ন্ত্রণ করলে পুরস্কার দেয়া" নীতি কার্যকরী করা হবে।
হুয়া চিয়েন মিন আরো বলেছেন, লোকসংখ্যা নিয়ন্ত্রণ করার পাশাপাশি মানুষদের গুণগতমান ও লোকসংখ্যার কাঠামো ইত্যাদি ব্যাপারও অবহেলা করবে না।
|