পেইচিং ওলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি ৮ জুলাই সিঙ্গাপুরে বলেছেন , গত বছর থেকে এ পর্যন্ত চীন সরকারের নেতৃত্বে পেইচিং ওলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজে নতুন অগ্রগতি হয়েছে ।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির ১১৭তম পূর্ণাঙ্গ অধিবেশনে পেইচিং ওলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ বর্ণনা করার সময় লিউছি এ কথা বলেছেন । তিনি বলেছেন , গত বছরের আগষ্ট মাসে আন্তর্জাতিকওলিম্পিক কমিটির ১১৬তম পূর্ণাঙ্গ অধিবেশনের পর পেইচিং ওলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ নানান ক্ষেত্রে নতুন অগ্রগতি লাভ করেছে । যেমন ওলিম্পিক গেমসের নতুন স্ডেটিয়ামের নির্মানসার্বিকভাবেশিগ্গিরই শুরু হবে , পেইচিং ওলিম্পিক গেমসের অংশিদার আমন্ত্রন ও বাছাই করার কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে , ভোল্সওয়াগেনসহ ৮টি দেশি-বিদেশী শিল্পপ্রতিষ্ঠান পেইচিং ওলিম্পিক গেমসের অংশিদার হবে , ওলিম্পিক গেমস ও বিকলাঙ্গদের বিশেষ ওলিম্পিক গেমসের প্রতিযোগিতার সাংগঠনিক কাজের বাস্তব অগ্রগতি হয়েছে । ওলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজের সাথে সাথে পেইচিং মহা নগরের উন্নয়নের গতি আরও দ্রুত হয়েছে , শহরের পরিবেশের গুণগতমান লক্ষনীয়ভাবে উন্নত হয়েছে ।
|