রাশিয়ার দুমা (জাতীয় সংসদ) ৮ জুলাই একটি প্রস্তাব গ্রহণ করেছে যে, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়ন, মোলডোভা, ইউক্রান ও এসটোনিয়া এই ছয় দেশে রপ্তানি প্রাকৃতিক গ্যাসের দাম রাশিয়া সরকারের আন্তর্জাতিক বাজারের দামের মতো বৃদ্ধি করা উচিত।
জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি হাজার ঘন-মিটার প্রাকৃতিক গ্যাসের দাম ১৬০ মার্কিন ডলার। কিন্তু বর্তমান উপরোক্ত ছ'দেশে রপ্তানিকৃত রাশিয়ার প্রতি হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের দাম শুধু ৫০ থেকে ৮০ মার্কিন ডলার।
রাশিয়ার দুমা প্রস্তাবে বলা হয়েছে যে, রাশিয়ার গ্যাস কেনার জন্যজর্জিয়া, মোলডোভা ও ইউক্রান প্রভৃতি দেশে অপরিশোধিত অর্থের পরিমান ক্রমাগত বেড়েছে। দুমার সদস্যরা রাশিয়া সরকারের কাছে অপরিশোধিত অর্থ পাওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্যঃ সাম্প্রতিক বছরগুলোতে জর্জিয়া প্রভৃতি দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত তিক্ত হয়ে উঠেছে।
|