হে প্রিয় সি আর আর আমরা একটা ক্লাব স্থাপন করেছি। আমরা এই ক্লাবের নাম দিয়েছি সৌখিন রেডিও লিসনার্স ক্লাব। এখন এর সদস্য সংখ্যা আমরা আট থেকে দশ জন। আমরা আপ্রাণ চেষ্টা করছি এর সদস্য ও শ্রোতা বারানোর জন্য এবং চীন দেশ সম্বন্ধে তাদের জানাবার চেষ্টা করছি। আপনাদের মহত্ উদ্যোগের কথা সি আর আই এর অনুষ্ঠানের কথা। দিন দিন সি আর আই এর শ্রোতা বাড়ছে। কিন্তু আমার দুঃখ লাগছে যে এত সুন্দর অনুষ্ঠানের কথা আমি আরো আগে জানতে পারি নি। চীন আন্তর্জারিক বেতার বাংলা বিভাগ ৩৬ বছরে পদার্পণ করেছে। এটা এক বিরাট সাফল্য। আমি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। আমরা আপনাদের কাছে সি আর আই এর কাছে আমাদের ক্লাবের জন্য দোয়া ও ভালবাসা কামনা করছি , যাতে আমরা সি আর আই এর শ্রোতা সংখ্যা বাড়াতে পারি। আমরা এই অনুষ্ঠান যত শুনছি, ততই সি আর আই এর প্রতি দূর্বল হয়ে পড়ছি। আমরা প্রতি সপ্তাহ এক বার আলোচনা সভাই অংশ গ্রহণ করি সি আর আই এর বাংলা অনুষ্ঠান নিয়ে। এই সভাই চীনা ভাষা শেখার প্রতি বেশি গুরুত্ব দেই।
---এস এম মাসুদ রানা, প্রেসিডেন্ট ,সৌখিন রেডিও লিসনার্স ক্লাব, ঝিনাইদহ, বাংলাদেশের
|