চীনে
** ১৯৯৫ সালের ৮ জুলাই বেইজিংয়ে প্রথম বিদেশী ব্যাঙ্ক খোলাহয়
টোকিও ব্যাঙ্কের বেইজিং শাখা চীনা গণ ব্যাঙ্কের সদর দপ্তরের অনুমোদন পেয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ১৮৮০ সালে প্রতিষ্ঠিত টোকিও ব্যাঙ্ক হচ্ছে জাপানের পেশাগত বিদেশী মুদ্রা ব্যাঙ্ক, এর মোট পরিসম্পদ ২৪২.৪ বিলিয়ন মার্কিন ডলার, বিশ্বে একবিংশ স্থানে রয়েছে। টোকিও ব্যাঙ্ক চীনের সঙ্গে প্রায় ৪০ বছর ধরে আদান-প্রদান করেছে, চীনের বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য ঋণ দিয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চীনের অর্থনৈতিক নির্মানকাজে সমর্থন দিয়েছে। এর আগে টোকিও ব্যাঙ্ক শাংহাই আর তালিয়ান, শেনচেনে শাখা অফিস খুলেছে, কুয়াং চৌ এবং ছেংতুতে কার্যালয় প্রতিষ্ঠা করেছে।
** ১৯৮৬ সালের ৮ জুলাই চীনের অভ্যন্তরীণ উপগ্রহ টেলিযোগাযোগ নেট আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত
টেলিযোগাযোগ উপগ্রহ হচ্ছে বিষুবরেখার উপর ৩৬ হাজার কিলোমিটার উঁচু স্থানে বসানো সমকালীন উপগ্রহ রিলে স্টেশন হিসেবে আঞ্চলিক টেলিযোগাযোগ বাস্তবায়নের আধুনিক পদ্ধতি। এখন পৃথিবীতে বিশাধিক দেশে অভ্যন্তরীণ উপগ্রহের টেলিযোগাযোগ নেট প্রতিষ্ঠিত হয়েছে। চীনে অভ্যন্তরীণ উপগ্রহ টেলিযোগাযোগ নেটের প্রতিষ্ঠা মানে চীনের টেলিযোগাযোগ ব্রত আধুনিকায়নের দিকে আরেকটি পদক্ষেপ এগিয়েছে।
বিদেশে
** ১৯৯৭ সালের ৮ জুলাই নেটোর পূর্ব-মুখী সম্প্রসারণ পরিকল্পণা শুরু
১৯৯৭ সালের ৮ জুলাই, নেটোর শীর্ষ সম্মেলন স্পেনের মাদ্রিদের পৌর সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ১৬টি সদস্য দেশের রাষ্ট্র বা সরকার প্রধানগণ পাঁচ ঘন্টা ধরে তুমুল বিতর্ক করার পর চেক প্রজাতন্ত্র, হাংগেরি এবং পোল্যান্ডকে নেটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, অবশেষে উল্লেখিত তিনটি দেশ ১৯৯৯ সালের এপ্রিল মাসে নেটোর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্যে পরিণত হয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, ৩ বছর ধরে পরিকল্পিত নেটোর পূর্ব-মুখী সম্প্রসারণ পরিকল্পণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
** ১৯৬৭ সালের ৮ জুলাই, ব্রিটিশ চলচ্চিত্রাভিনেত্রী ভিভিয়ান লেইগের মৃত্যু
ভিভিয়ান লেইগ ১৯১৩ সালের ৫ নভেম্বর ভারতের দার্জিলিংয়ে জন্মগ্রহণকরেন। তাঁর বাবা-মা ব্রিটিশ নাগরিক। তিনি উজ্জ্বল শিল্পসুলভ সাফল্য অর্জন করেছেন। তাঁর প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে "Gone with the wind"। এই চলচ্চিত্র মুক্তি পাবার অব্যবহিত পরেই বিশ্ব চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে। তিনি সেই বছরের অস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছেন। ১৯৬৭ সালের ৮ জুলাই তিনি ক্ষয়রোগ আক্রান্ত হয়ে লন্ডণে নিজের বাসস্থানে মারা যান, মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।
|