পাকিস্তানের ডন্ পত্রিকার ৮ তারিখে খবরে প্রকাশ, পাকিস্তান আর ইরান ৭ জুলাই ইরান থেকে পাকিস্তান পার হয়ে ভারতগামী গ্যাস পাইপ নির্মান করতে রাজি হয়েছে, এবং পাইপ নির্মান সংক্রান্ত পরবর্তীকালের সংশ্লিষ্ট বৈঠকে অংশ নেয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে, দশ বছর ধরে পরিক্লপনাধীন ইরান, পাকিস্তান ও ভারত এই তিন দেশের প্রাকৃতিক গ্যাস পাইপ প্রকল্পে বাস্তব অগ্রগতি অর্জিত হয়েছে।
ইরানের পেট্রোলিয়াম মন্ত্রী এবং পাকিস্তানের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ৬ থেকে ৭ তারিখ ইসলামাবাদে পাকিস্তানের কাছে ইরানের প্রাকৃতিক গ্যাস রপ্তানি এবং এই প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মান সমস্যা নিয়ে বৈঠক করেছেন। দু'পক্ষ বৈঠকের পর এক স্মারক লিপি স্বাক্ষর করেছে। তাতে বলা হয়েছে যে, আগামী বছরের এপ্রিল মাসের আগে ইরান আর পাকিস্তান প্রাকৃতিক গ্যাস রপ্তানী চুক্তি স্বাক্ষর করবে। বিভিন্ন পক্ষ গ্যাস পাইপ নির্মানের সকল লিখিত কাজ সম্পন্ন করবে।
জানা গেছে, পরিকল্পিত এই প্রাকৃতিক গ্যাস পাইপ নির্মানে মোট ৪ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে, গোটা প্রকল্প শেষ করতে প্রায় তিন বছর সময় লাগবে।
|