লাটিন আমেরিকার প্রধান কলা উত্পাদক দেশগুলোর শীর্ষ সম্মেলন ৭ জুলাই কোস্টারিকার রাজধানী সানজোসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা চূড়ান্ত বিবৃতি প্রকাশ করেছেন, তাতে ইউরোপীয় ইউনিয়ন ২০০৬ সাল থেকে টন-প্রতি কলার আমদানি কর বর্তমান ৭৫ ইউরো থেকে ২৩০ ইউরোরতে বাড়ানোর সিদ্ধান্তের বিরোধীতা করেছেন।
কোস্টারিকা, একুয়েডর, কলম্বিয়া, গুয়াতেমালা আর পানামার প্রেসিডেন্টগণ এবং হোন্দুরাস আর নিকারাগুয়ার প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন। কোস্টারিকার প্রেসিডেন্ট আবেল পাছেকো বলেছেন, যদি ই ইউ কলার আমদানি কর বাড়ায়, লাটিন আমেরিকান অঞ্চলের অর্থনীতির বিকাশ বড় ক্ষতি হবে, এমন কি সামাজিক সমস্যাও সৃষ্টি হতে পারে।
লাটিন আমেরিকা হচ্ছে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কলা উত্পাদক এবং রপ্তানীকারক অঞ্চল, এর মধ্যে একুয়েডর হচ্ছে পৃথিবীর বৃহত্তম কলা রপ্তানীকারকদেশ, তার রপ্তানীকৃত কলার পরিমান আন্তর্জাতিক বাজারের শতকরা ৩৩ ভাগ।
|