চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৭ জুলাই বিকালে ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লেন-ঈগলসে "৮+৫" সংলাপ সম্মেলন চলাকালে পৃথক পৃথকভাবে মার্কিন প্রেসিডেন্ট বুশ, ফ্রান্সের প্রেসিডেন্ট শিরাক এবং জার্মানীর চ্যান্সেলর শ্রোয়েদারের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
শিরাকের সঙ্গে সাক্ষাতের সময় হু চিন থাও বলেছেন, চীন ও ফ্রান্স গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যায় সুষ্ঠু যোগাযোগ এবং সমন্বয় বজায় রাখছে। তিনি আশা করেন, ফ্রান্স পক্ষ শীঘ্রই চীনের কাছে ই ইউ'র সমরাস্ত্রবিক্রয়ের নিষেধাজ্ঞা বাতিল করা এবং চীনের পুরোপুরি বাজার অর্থনীতির মর্যাদাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে অব্যাহতভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।
শিরাক বলেছেন, ফ্রান্স পক্ষ প্রেসিডেন্ট হুর উত্থাপিত সমস্যাগুলো সমাধানের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালাবে। এটা ইউরোপ ও চীন দু'পক্ষের স্বার্থের অনুকূল হবে।
শ্রোয়েদারের সঙ্গে সাক্ষাত্ করার সময় হু চিন থাও বলেছেন, দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর জার্মানী বরাবরই শান্তিপূর্ণ উন্নয়নের পথ ধরে এগিয়ে আসছে, অঞ্চল এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। চীন পক্ষ জার্মানীর সঙ্গে মিলিতভাবে দু'দেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।
|