চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও ৮ তারিখ পেইচিংয়ে সফররত গ্রেনাডার প্রধান মন্ত্রী কীথ মিশেলের সংগে বৈঠক করেছেন । উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আর দু'পক্ষের অভিন্ন স্বার্থ জড়িত বিষয়াদিতে মত বিনিময় করেছে ।
বৈঠকে ওয়েন চিয়া পাও বলেছেন , এবছরের জানুয়ারী মাসে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর মিশেলের সফর দুদেশের নেতৃবৃন্দের প্রথম আদান প্রদান । এটা দুদেশের সম্পর্ক সম্প্রসারিত করতে সহায়তা করবে ।
ওয়েন চিয়া পাও'র আমন্ত্রণে মিশেল ৭ তারিখ পেইচিং পৌঁছে চীনে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন । পেইচিং ছাড়া তিনি কুইচৌ আর শাংহাইও সফর করবেন । সফর ১১ তারিখ শেষ হবে ।
|