ইরানের প্রতিরক্ষা মন্ত্রী শামখানি ৭ জুলাই তেহরাণে ঘোষণা করেছেন, ইরান ও ইরাক সন্ত্রাসদমন ইত্যাদি ক্ষেত্রের সামরিক সহযোগিতা জোরদার সম্পর্কে মতৈক্যে পৌঁছেছে।
একইদিনে শামখানি সফররত ইরাকের প্রতিরক্ষামন্ত্রী আল-ডুলেইলির সঙ্গে একটি যুক্ত সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। ইরান ইরাকের সামরিক শক্তি প্রশিক্ষণ , জোরদার ও পরিবর্তন করতে সাহায্য দেবে। তাছাড়া, দু'পক্ষ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাও জোরদার করবে। দু'পক্ষ সংশ্লিষ্ট কমিটি স্থাপন করবে, যা সুনির্দিষ্ট সহযোগিতার ব্যাপারে দায়িত্ব পালন করবে।
আল-ডুলেইমি বলেছেন, তাঁর এবারকার ইরান সফরের ফলে দু'দেশের সম্পর্কে নতুন অগ্রগতি সূচীত হয়েছে।
|