৭ তারিখ লন্ডনে একটানা বিস্ফোরণ ঘটার পর ইউরোপের শেয়ার বাজার বিপুলমাত্রায় হ্রাস পেয়েছে । মার্কিন ডলারের সংগে বৃটিশ পাউন্ডের বিনিময় হার ২০০৩ সালের ডিসেম্বর মাসের পর থেকে সর্বনিম্ন মানে নেমে গেছে ।
বিস্ফোরণ ঘটার পর ইউরোপের প্রধান প্রধান শেয়ার বাজারে বীমা শিল্প আর বিমান কোম্পানির শেয়ার দ্রুত হ্রাস পেয়েছে । ফাইনানসিয়াল টাইমস পত্রিকার খবরে প্রকাশ , লন্ডনের শেয়ার বাজারে এফ টি এস ই ১০০ সূচক আগের লেনদেন দিনের চেয়ে ১.৩৬ শতাংশ নেমে গেছে ।
নিউইয়র্কের শেয়ার বাজারে মার্কিন ডলারের সংগে বৃটিশ পাউন্ডের বিনিময় হার ২০০৩ সালের ডিসেম্বর মাসের পর থেকে সর্বনিম্ন মানে নেমে গেছে ।
|