জাপানী আক্রমণ বিরোধী যুদ্ধ বিজয়ের ৬০তম বার্ষিকী উপলক্ষে চেয়ারম্যান ইয়্যু মু মিনের নেতৃত্বাধীন তাইওয়ানের সিনতাং পার্টির মূলভূভাগ সফরকারী প্রতিনিধি দল ৮ তারিখ সকালে নানচিংয়ে চীনের গণতান্ত্রিক বিপ্লবের প্রতিষ্ঠাতা সান ইয়াত সানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে । তারা জাপানী আগ্রাসী যুদ্ধকালে জাপানী সৈন্যদের হত্যালীলায় নিহত স্বদেশীদের স্মৃতি ভবন পরিদর্শন করেছেন ।
ইয়্যু মু মিন বলেছেন , তাইওয়ানের সিনতাং পার্টির মূলভূভাগ সফরকারী প্রতিনিধি দল যে জাপানী সৈন্যদের নানচিং হত্যালীলায় নিহত চীনাদের স্মৃতি ভবন পরিদর্শন করেছে , তার উদ্দেশ্য শুধু ইতিহাসের সত্য জানা নয় , বরং চীনাদের ঐক্যবদ্ধ হওয়া আর অতীত ভুলে না যাওয়াও বটে ।
|