v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-08 18:18:40    
নীল নদীর তীরে " চীন ভাষা শিক্ষার হিড়িক"

cri
    ১১ বছর বয়সী ইয়ালা একজন অপাপস্পর্শাও সুন্দরী মিসরী মেয়ে। সে কায়রোয় চীনের সংস্কৃতি কেন্দ্রে আয়োজিত চতুর্থ চীনা ভাষার স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্সের কনিষ্ঠতমা ছাত্রী। চীনা ভাষা শেখার কারণ কি জানতে চাইলে ইয়ালা লাজুকভাবে বলল "আমার বাবা চান আমি চীনা ভাষা শিখি, তা ছাড়া আমি চীনকে ভালবাসি ।"

    এই প্রশিক্ষণ কোর্সে ইয়ালার সঙ্গে যোগ দিয়েছেন আরও চল্লিশাধিক ছাত্রছাত্রী। তাদের মধ্যে জ্যেষ্ঠহলেন ইউসুফ যার বয়স সত্তরাধিক।

    ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে কায়রো সংস্কৃতি কেন্দ্রে প্রথম চীনা ভাষার স্বলপস্থায়ী প্রশিক্ষণ কোর্স শুরু হয়। এর পর থেকে বর্ধমান হারে মিসরীরা এই কেন্দ্রে চীনা ভাষা শিখছেন। বর্তমানে যারা পঞ্চম মেয়াদের কোর্সে অংশ নেওয়ার জন্য নাম দিয়েছেন তাদের সংখ্যা ৭০-এ দাঁড়িয়েছে।

    ছিও জি ছিন হলেন এই সংস্কৃতি কেন্দ্রে নিয়োজিত একমাত্র পেশাদার চীনা ভাষা শিক্ষক। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, প্রশিক্ষণের সময় স্বল্পকালীণ এবং ছাত্র-ছাত্রীদের যোগ্যতা অসমান বলে শিক্ষার পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের আগ্রহ তৈরী করার দিকে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এ জন্য সংস্কৃতি কেন্দ্র বিশেষভাবে ধারাবাহিক " রাষ্ট্রদূত কাপ চীনা ভাষা প্রতিযোগিতার" আয়োজন করেছে। চীনা গান গাওয়া, চীনা গল্প প্রতিযোগিতার মাধ্যমে চীনা ভাষা শিখানো হয়। এসব তত্পরতা স্থানীয় লোকদের সমাদর পেয়েছে।

    জানা গেছে, যারা চীনা ভাষার প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে এসেছেন মধ্যে কয়েক রকমের রয়েছে। এক) মিসরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগে অধ্যযনরত ছাত্র-ছাত্রীরা যারা ক্লাসের ফাকে ফাকে অথবা ছুটির দিনে এই প্রশিক্ষণ কেন্দ্রে অতিরিক্ত জ্ঞান শিখতে চান; দুই) চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক আদান-প্রদানে নিয়োজিত মিসরী বন্ধুরা, ব্যবসায়িক সুবিধার জন্য তারা চীনা ভাষা শিখতে এসেছেন; তিন) পর্যটন শিল্পে নিয়োজিত ব্যক্তি অথবা ছাত্র-ছাত্রীরা। সম্প্রতি মিসর ভ্রমণকারী চীনা পর্যটকদের সংখ্যা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অনেক গাইড কিছুটা চীনা ভাষা শিখতে চান। এমন কি অনেক ইংরেজ আর ফরাসী গাইড চীনা ভাষার গাইড হওয়ার কথা বিবেচনা করছেন। কোনো কোনো লোক কেবল চীন আর চীনের সংস্কৃতিকে ভালবাসার কারণে চীনা ভাষা শিখতে এসেছে। আবার কোনো কোনো লোক নিজেকে সম্পূর্ণ করা এবং বেশী জ্ঞান লাভ করার জন্য চীনা ভাষা শিখতে এসেছে। ইউসুফ এমন একজন "চীনের অনুরাগী"।

    কায়রো সংস্কৃতি কেন্দ্রের চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স শুধু মাত্র মিসরে "চীনা ভাষা শিক্ষার্থীদের হিড়িকের" একটি চিহ্ন। মিসরস্হ চীনা দূতাবাসের শিক্ষা শাখার কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, চীনের অর্থনীতি দ্রুত বিকশিত হওয়া আর আন্তর্জাতিকমঞ্চে চীনের মর্যাদা দিন দিন বাড়ার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক বছরগুলোতে মিসরে " চীনা ভাষা শেখার হিড়িক" একটানা বেড়েছে। মিসরের অনেক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চীনা ভাষা বিভাগ চালু হয়েছে। বর্তমানে সাত শতাধিক ছাত্র-ছাত্রী চীনা ভাষা শিখছেন।