v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-08 18:15:46    
চীনের সংশোধিত "নারী অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইন"

cri
    ম্প্রতি চীনের দশম জাতীয় গণ কংগ্রসের স্ট্যান্ডিং কমিটির ১৬তম অধিবেশনের একটি আলোচ্যবিষয় ছিল "নারী অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইনের সংশোধিত খসড়া প্রস্তাব পর্যালোচনাকরা । খসড়া প্রস্তাবটিতে শুধু নারী ও পুরুষের সমতাকে চীনের এক মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসেবে আইনটিতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়নি , বরং নারী অধিকার রক্ষা করার নতুন সমস্যার পরিপ্রেক্ষিতে রাজনীতি ও ব্যক্তিগত অধিকার ,সাংস্কৃতিক শিক্ষা , শ্রম ও সামাজিক নিশ্চয়তা , অর্থনৈতিক সম্পদ প্রভৃতি ক্ষেত্রে নারী অধিকারের রক্ষা জোরদার করা হয়েছে । যাতে নারীদের বৈধ আধিকারের নিশ্চয়তাবিধান করা হয় , নারী-পুরুষ সমতা বাস্তবায়িত হয় এবং সমাজের সভ্যতা ও অগ্রগতি তরান্বিত হয় ।

    চীনের "নারী অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইন "১৯৯২ সালে কার্যকরী করা হয় । এটি চীনে নারীকে প্রধান অঙ্গ হিসেবে সাবিকভাবে নারীদের বৈধ অধিকার রক্ষা করার প্রথমমৌলিক আইন । আইনটি কার্যকরীকরার পর নারীদের বৈধ অধিকার রক্ষা আর নারী- পুরুষ সমতা বাস্তবায়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে । কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি ও সমাজ উন্নয়নের সঙ্গেসঙ্গে নারী অধিকারের ক্ষেত্রে নতুন অবস্থা ও নতুন সমস্যা দেখা দিয়েছে । সুতরাং নিখিল চীনের জাতীয় নারী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান মাডাম মো ওয়েনসিউ এক সাক্ষাত্কারে বলেছেন , আইনের ভিত্তিতে ব্যবস্থার দিক থেকে সমস্যাগুলোর সমাধান হওয়া উচিত । তিনি বলেছেন , আমাদের দেশের নারী অধিকারের নিশ্চয়তাবিধান ব্যবস্থা আরও উন্নত করা, সমাজের ন্যায্যতা বাস্তবায়ন করা , অর্থনীতি , সমাজ ও নারী-পুরুষের সার্বিকসমন্বিত বিকাশ তরান্বিত করার জন্যে মনোযোগের সঙ্গে আইনটি কার্যকরীকরার অভিজ্ঞতার সারসংকলন করা দরকার এবং সমস্যার সমাধানের জন্যে মানবাধিকার আইন প্রণয়নের ব্যাপারে দেশবিদেশের ইতিবাচক পদ্ধতির কল্যানে "নারী অধিকার নিশ্চয়তাবিধানের আইন " সংশোধন করা দরকার ।

    ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীন সরকার সবসময় নারী অধিকার রক্ষা করা ও নারী উন্নয়ন তরান্বিত করাকে নিজের অবশ্যকরণীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করে আসছে । ১৯৯৫ সালে জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে চীন সরকার গম্ভীরভাবে আন্তর্জাতিক সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে ,চীন নারী-পুরুষ সমতাকে চীনের সমাজ-উন্নয়ন তরান্বিত করার এক মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহন করবে ।" নারী অধিকার নিশ্চয়তাবিধান আইনের " সংশোধিত খসড়া প্রস্তাবে স্পষ্টভাবে নারী-পুরুষ সমতা রাষ্ট্রের মৌলিক নীতি কথাটা আইনটিতে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে ।

    নারী অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান করা সম্পর্কে নিয়মবিধিকে আরও উন্নত করার জন্যে সংশোধিত খসড়া প্রস্তাবে "নারী অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান আইন"-এর রাজনৈতিক অধিকার , সাংস্কৃতিক শিক্ষা লাভের অধিকার ও স্বার্থ,

    শ্রম ও সমাজ নিশ্চয়তাবিধানের অধিকার ও স্বার্থ , সম্পদের অধিকার ও স্বার্থ,

    ব্যক্তিগত অধিকার , বিবাহ ও পরিবারের অধিকার ও স্বার্থ সহ প্রায় ৪০টি ধারার সংশোধন করা হয়েছে । যাতে নারী অধিকার ও স্বার্থ নিশ্চয়তাবিধানে দেখা দেওয়া নতুন সমস্যার সমাধান এবং নারী অধিকার ও স্বার্থ রক্ষা করার কাজ জোরদার করা যায় ।

    যেমন বর্তমানে চীন ইতিমধ্যে বিশ্বে এমন একটি দেশে পরিণত হয়েছে

    যে দেশে রাজনৈতিক বিষয়াদিতে নারীদের অংশগ্রহনের অনুপাত অপেক্ষাকৃত বেশী । তা সত্ত্বেও রাজনৈতিক ব্যাপারাদিতে নারী-পুরুষের অংশ নেওয়ার মান উন্নত করার জন্যে সংশোধিত খসড়া প্রস্তাবটিতে রাজনৈতিক বিষয়াদিতে নারীদের অংশ গ্রহণ করার পথ সুগম করার নিয়ম লিপিবদ্ধ করা হয়েছে । চীনের রাষ্ট্রীয় পরিষদের আইন ব্যবস্থার কর্ম অফিসের প্রধান ছাও খাংথাই চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাসঙ্গিক ব্যাখ্যা করেছেন । তিনি বলেছেন , রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে সংশোধিত খসড়া প্রস্তাবে নির্ধারিত হয়েছে যে , আইন, নীতি ,নিয়মবিধি আর কর্মপন্থা প্রণয়ন কালে নারী অধিকার ও স্বার্থের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে নারী ফেডারেশন প্রভৃতি নারী সংস্থার মতামত শোনা উচিত । ধাপেধাপে জাতীয় গণ কংগ্রেস আর বিভিন্ন স্থানীয় গণ কংগ্রেসে নারী প্রতিনিধির অনুপাত বাড়ানোর জন্যে রাষ্ট্র ব্যবস্থা নেবে । বিভিন্ন স্থানীয় গণ কংগ্রেসে নারী প্রতিনিধির অনুপাত প্রদেশ , স্বায়ত্ত্বশাসিত অঞ্চল ও কেন্দ্র শাসিত মহা নগর স্থির করবে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনদেশে নারী বিক্রয় , যৌন কার্যকলাপেনারীদের ব্যবহার করা প্রভৃতি নারীদের ব্যক্তিগত অধিকার ও ব্যক্তিগত মর্যাদালংঘন করার গুরুতর সমস্যা দেখা দেয় । সমস্যাটির সমাধানের জন্যে নারীদের ব্যক্তিগত অধিকার নিশ্চয়তাবিধানের ব্যবস্থা পরিপূর্ণ করার দিকে দাঁড়িয়ে সংশোধিত খসড়া প্রস্তাবটিতে উপরোল্লেখিত কার্যকলাপগুলো নিষিদ্ধ করার কথা উল্লেখ করা হয়েছে ।মিঃ ছাউ খাংথাই বলেছেন , সংশোধিত খসড়া প্রস্তাবটিতে নির্ধারিত হয়েছে যে , বিক্রীত ও অপহৃত নারীকে মুক্ত করার কাজ বাধা দান নিষিদ্ধ, অশ্লীল অভিনয় প্রভৃতি কার্যকলাপে নারীকে সংগঠন ,বাধ্য , প্রলোভিত ও ব্যবহার করা নিষিদ্ধ , গণ সংবাদমাধ্যমগুলোতে নারীর ব্যক্তিত্ব ক্ষুন্ন করা নিষিদ্ধ ।

    চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ১৬তম অধিবেশন চলাকালে জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বিস্তারিতভাবে সংশোধিত খসড়া প্রস্তাবটি পর্যালোচনা করেন । যাতে আইন প্রণয়নের মাধ্যমে সত্যিকারভাবে চীনা নারীদের উন্নয়নে বৃহত্তম বাধা নির্মূল করা হয় এবং যথাশীঘ্রই নারী ও পুরুষ সমতা সত্যিসত্যি বাস্তবায়িত হয় ।