v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2005-07-08 16:56:59    
গ্রাম কমিটির প্রধান গেন রুই সিয়েন

cri
    মধ্যচীনের হোনান প্রদেশের সিন সিয়াং শহরের উপকণ্ঠের গেন চুয়ান গ্রাম দশ বছর আগেও ছিলো একটি অপেক্ষাকৃত দরিদ্র গ্রাম । গ্রামবাসীদের ব্যক্তিগত উপার্জন কম আর গোটা গ্রাম দেখতে জরাজীর্ণ ছিলো । কিন্তু গত কয়েক বছরে গেন চুয়ান গ্রামের বিরাট পরিবতর্ন ঘটেছে । সম্প্রতি সংবাদদাতা এই গ্রামে গিয়ে সাক্ষাত্কার নিয়েছেন । তিনি দেখেছেন, সেখানে এখন একটার পর একটা সোজা প্রশস্ত সিমেন্টের রাস্তা এবং একটার পর একটা সুন্দর নতুন বাড়ী । গ্রামবাসীরা সংবাদদাতাকে বলেছেন , এই সব পরিবতর্ন তাদের গ্রাম কমিটির তরুণ প্রধান গেন রুই সিয়েন থেকে আলাদা করা যায় না।

    গেন রুই সিয়েনের বয়স এখন ৩৬ বছর । তরুণ বয়সে তিনি সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন । গত শতাব্দীর নব্বইয়ের দশকের প্রথমদিকে তিনি অবসর নিয়ে গ্রামে ফিরে আসেন এবং তার পরিবারের অন্যান্যদের সঙ্গে মিলে একটি মুরগীর খামার খোলেন এবং তিনি নিজে ট্যাক্সিও চালান । কঠোর পরিশ্রমের মাধ্যমে অনতিকাল পরেই তার পরিবার গ্রামের ধনী পরিবারে পরিণত হয় ।

    কিন্তু গেন চুয়ান গ্রামের জনসংখ্যা বেশী আর জমি কম বলে বেশীরভাগ লোক তখনো ঐতিহ্যিক পদ্ধতিতে চাষাবাদের উপর নির্ভর করতেন । সারা বছর খেটেও শুধু পরিবারের খোরাকই মিলতো । তাদের অন্য কোনো আয় ছিলো না । টানাটানিতে গ্রামবাসীদের কোনোমতে দিন যাচ্ছিল। এ দেখে গেন রুই সিয়েন ভাবলেন ,নিজের পকেটের টাকাকড়ি যত বেশীই হোক না কেনো ,তার কোনো মানে হয় না ।

    "গ্রামবাসীরা যেখানে এত গরীব , সেখানে আমার একার ধনী হওয়ার কোনো মূল্য আছে ? আমি মনে করি ,সমাজের জন্য এবং আমাদের গ্রামবাসীদের জন্য ভালো ভালো কাজ করার মধ্যে আমার মূল্য প্রতিফলিত হওয়া উচিত্ । সবাই ধনী হতে পারলেই কেবল আমি সান্ত্বনা পাই ।"

    গেন রুই সিয়েন সবসময় গ্রামের জন্য কিছু করার সুযোগ খুঁজে ফিরছিলেন । ১৯৯৫ সালের এপ্রিল মাসে গেন চুয়াংয়ের গ্রাম কমিটির পরিচালক নিবার্চনে গোটা গ্রামের দুই হাজারেরও বেশী অধিবাসীর মধ্যে ৯৫ শতাংশই গেন রুই সিয়েনকে ভোট দিয়েছেন । তখন ২৬ বছর বয়স্ক গেন রুই সিয়েন গেন চুয়ান গ্রামের পরিচালক হন ।

    গ্রামবাসীদের আস্থা পেয়ে গেন রুই সিয়েন নিজের কাঁধের দায়িত্ব উপলব্ধি করলেন । তিনি প্রথমে নিজের ট্যাক্সি বেচলেন , তারপর সমৃদ্ধিশালী মুরগীর খামার ছেড়ে দিলেন এবং যাতে গ্রামবাসীরা যথাশীঘ্র সম্ভব ভাল দিন কাটাতে পারেন একমনে তার উপায় চিন্তা করতে লাগলেন । গেন রুই সিয়েন দ্রুত নিজের কমর্লক্ষ্য খুঁজে পেলেন ।

    "যে সব ক্ষেত্রে জনসাধারণের অসন্তোষ রয়েছে আমরা সে সব ক্ষেত্র থেকেই সংস্কার শুরু করবো এবং যে সব বিষয় জনসাধারণ প্রত্যাশা করছেন সে সব বিষয় থেকেই কাজ শুরু করবো ।"

    পানীয় জল ,রাস্তাঘাট ও বিদ্যুত এই সব সমস্যাই গ্রামবাসীদের জীবনযাত্রার সঙ্গে সম্পকির্ত । তখন গ্রামের অর্থের অভাব বলে বহু বছর ধরে পানির কল পাইপ মেরামত করা হয় নি । এই কারণে গ্রামের উত্তরাংশে বসবাসকারী গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা দেখা দেয় । গেন রুই সিয়েন গ্রামের পরিচালক হওয়ার পর প্রথমে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যার সমাধানে হাত দেন ।

    পাইপ মেরামত করতে হলে অর্থের দরকার । গ্রামের সমষ্টিগত ব্যাংক একাউন্টে বেশী অর্থ নেই । তিনি নিজের বাড়ী থেকে বিশ হাজার ইউয়ান নিয়ে উপকরণ ও সাজসরঞ্জাম কিনলেন । অবশেষে মাত্র পাঁচদিনের মধ্যেই পানির অভাবে ক্লিষ্ট গ্রামবাসীদের প্রতিটি পরিবার আবার কলের পানি ব্যবহার করতে সক্ষম হয়েছেন।

    তখন গেন চুয়ান গ্রাম ছিলো বিশৃংখল । পথগুলো ছিলো এবড়োথেবড়ো । অনাবৃষ্টির দিনে ধূলিঝড় ধরণের ঝড় হতো আর বৃষ্টির দিনে সবর্ত্রই পঙ্কিল হয়ে যেতো । গেন রুই সিয়েন গ্রামের ক্যাডারদের নিয়ে নানা উপায়ে পুঁজি সংগ্রহ করে মাত্র দু'মাসেরও কম সময়ের মধ্যেই গ্রামে তিনটি প্রশস্ত সিমেন্টের রাস্তা নিমার্ণ করলেন । পরে গ্রামের সমষ্টিগত অথর্নীতি দিনদিন বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের তহবিল থেকে এক কোটি সত্তর লক্ষ ইউয়ানেরও বেশী অর্থবরাদ্দ করে রাস্তাগুলো ও পানি নিষ্কাশনের পাইপ লাইনগুলো মেরামত করা হয়েছে এবং গ্রামের বিজ্ঞানসম্মত ও পূর্ণাঙ্গ পানি নিষ্কাশন ব্যবস্থা নিমার্ণ করা হয়েছে । গ্রামবাসী গেন চুন চি সংবাদদাতাকে বলেছেন ,

    "এখন আমাদের গ্রামের রাস্তাগুলো শহরের চেয়েও ভালো । সন্ধ্যায় রাস্তাগুলো আলোকোজ্জ্বল । এখন বৃষ্টির দিন হোক আর তুষারের দিন হোক বাড়ী থেকে বেরোতে না পারার অবস্থার দুশ্চিন্তা আদৌ নেই ।"