ফিলিপিন্সের মন্ত্রী সভার ১০ জন সদস্য৮ জুলাই প্রেসিডেন্টের নেতৃস্থানীয় ক্ষমতা হারিয়ে ফেলার অজুহাতে তাঁদের পদ ত্যাগ ঘোষনা করেছেন।এর সঙ্গে সঙ্গে তাঁরা আরোয়োর প্রতিও পদ ত্যাগ করার আহবান জানিয়েছেন।
মন্ত্রী সভার ২৪ জন সদস্যের মধ্যে পদ ত্যাগ করার তালিকার মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রী, বাজেট ও ব্যবস্থাপনা মন্ত্রী এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রী প্রভৃতি ১০ জন মন্ত্রী। অর্থ মন্ত্রী কেসার পুরিসিমা বলেছেন, প্রেসিডেন্ট যত বেশি সময় তাঁর পদে বহাল থাকলে, দেশের অর্থনীতি ততই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আরোয়ো'র যত তাড়াতাড়ি সম্ভব পদ ত্যাগ করা উচিত।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট আরোয়ো ৭ জুলাই রাতে ঘোষণা করেছেন যে, তিনি মন্ত্রী সভার সব সদস্যের প্রতি নিজের নিজের উদ্যোগে পদ ত্যাগ করার দাবি জানিয়েছেন, যাতে সরকারের পুনর্গঠনের জন্য ভিত্তি স্থাপন করা যায়। কিন্তু তিনি কখনও পদ ত্যাগ করবেন না।
|