চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ানছাও ৭ তারিখে ব্রিটেনের রাজধানি লন্ডণে সন্ত্রাসী বিস্ফোরণ সম্পর্কে সংবাদদাতার কাছে বলেছেন, চীন পক্ষ এই বিস্ফোরণের তীব্র নিন্দা করে।
তিনি বলেছেন, জুলাই মাসের ৭ তারিখে লন্ডণে সংঘটিত কয়েকটি সন্ত্রাসী বোমা বিস্ফোরণের ঘটনায় চীন পক্ষ স্তম্ভিত হয়েছে। চীন সব রকম সন্ত্রাসবাদের বিরোধিতা করে। চীন পক্ষ মনে করে , যে কোনো লোক যে কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য সন্ত্রাসী বিস্ফোরণ ঘটিয়ে বেসামরিক লোকজনকে হতাহত করলে তার তীব্র নিন্দা করা উচিত।
তিনি আরো বলেছেন, এই বিস্ফোরণে আরো জানা গেছে , আন্তর্জাতিক সন্ত্রাস দমন অভিযান খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন। চীন পক্ষ আন্তর্জাতিক সমাজের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাস দমন ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করবে।
|