আমি ও আমার ক্লাবের সকল সদস্যদের প্রিয় অনুষ্ঠান সি আর আই। আমরা রাত্রে ১১--১২ জন এক সাথে বসে সি আর আই অনুষ্ঠান শুনি। যখন অনুষ্ঠান শুরু হয় তখন সবাই নীরবে, চুপ চাপ বসে ১ ঘন্টা অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, তখন সবাই আগের মতো কথা বলা শুরু করে এবং এক এক জনে এক একটা বিষয় নিয়ে আলোচনা। কেউ বলে চীনাদের মুখে বাংলা ভাষা শুনতে বেশ ভালোলাগে, কেউ বলে আমরা চীনা ভাষা জানি না, অথচ চীনারা বাংলা ভাষা বলতে জানেন। প্রতিদিন বন্ধুদের কাছ থেকে অনেক কিছু শুনা যায়। আসলে বেশ মজা হয়।
---বাংলাদেশের চট্টগ্রামের ডেল্টা ওয়েল ফেয়ার রেডিও ডি-এক্স ক্লাবের সভাপতি এস এম সিরা জুল ইসলাম (সিরাজ)
|