চীনের প্রেসিডেন্ট হু চিন থাও কাজাখস্তানে রাষ্ট্রীয় সফর এবং আস্তানায় অনুষ্ঠিত শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগাদান শেষে স্থানীয় সময় ৬ জুলাই বিকালে আস্তানা ত্যাগ করেছেন। এরপর তিনি ব্রিটেনের গ্লাসগোয়আট রাষ্ট্র গোষ্ঠী এবং পাঁচটি উন্নয়নমুখী দেশের নেতাদের আলোচনা সভায় উপস্থিত থাকবেন।
কাজাখস্তান সফরকালে হু চিন থাও প্রেসিডেন্ট নাজারবায়েভের সঙ্গে বৈঠক করেছেন এবং দু'দেশের সম্পর্ক রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত হয়েছে বলে ঘোষণা করেছেন। হু চিন থাও কাজাখ প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাত্ করেছেন।
শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন চলাকালে হু চিন থাও এই সংস্থার অন্যান্য সদস্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বর্তমান মধ্য- এশীয় অঞ্চলের পরিস্থিতি আলোচনা করেছেন। হু চিন থাও গুরুত্বপূর্ণ ভাষন দিয়েছেন, মধ্য এশিয় অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রেসহযোগিতা গভীর করার প্রতিমৌলিক সমর্থন প্রকাশ এবং সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেছেন।
|