|
|
(GMT+08:00)
2005-07-06 21:02:20
|
বাংলাদেশে চীনা ভাষার ট্যুর গাইড প্রশিক্ষণ কোর্স শুরু
cri
বাংলাদেশের জাতীয় পর্যটন ব্যুরোর হোটেল ও পর্যটন প্রশিক্ষণ সমিতির আয়োজিত চীনা ভাষার ট্যুর গাইড প্রশিক্ষণ কোর্স ২৫ জুন ঢাকায় উদ্বোধন হয়েছে। বাংলাদেশস্থ চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর রেন সিয়াও চি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের জনগণের পরস্পরের দেশে আসা-যাওয়া দিন দিন বৃদ্ধি পেয়েছে, এমন বর্ধনশীল চাহিদা মেটানোর প্রয়োজনে এবারকার প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। চীন সরকার বাংলাদেশকে চীনা নাগরিকদের অনুমোদিত পর্যটন গন্তব্য দেশ নির্ধারণ করেছে, সাম্প্রতিক দু'এক বছরে প্রতি বছরে প্রায় ২৫ হাজার চীনা ব্যক্তি বাংলাদেশে গিয়েছেন। এই বছরের মে মাসে ঢাকা -- খুনমিং--বেইজিং সরাসরি বিমান চালু হওয়ার ফলে দু'দেশের জনগণের আসা-যাওয়া আরো নিবিড় হচ্ছে।
|
|
|