যুক্তরাষ্ট্র সফররত ফরাসী পররাষ্ট্রমন্ত্রী ফিলিপে দোস্ট ব্লেজি ৫ জুলাই ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইসের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ই.ইউ. ইরানকে পারমানবিক অস্ত্র আবার গবেষণা কার্যক্রম চালানোর অনুমতি দেবে না।
একই সময় ব্লেজি বলেছেন, ফ্রান্স, জার্মানী ও ব্রিটেন ইরানের সঙ্গে যে পারমানবিক সদস্যা সংক্রান্ত বৈঠক করছে, তার লক্ষ্য হচ্ছে ইরানের ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা বন্ধ করা। এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য , ইরানের সঙ্গে কূনৈতিক সম্পর্ক সুরক্ষা করতেই হবে। ইরানের সঙ্গে বৈঠকও চালানো হবে।
রাইস জোর দিয়ে বলেছেন, যদিও গত বছরের নভেম্বর মাসে ই.ইউ.'র তিনটি দেশ ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে ইরানের প্রতি পারমানবিক তত্পরতা বন্ধ করার দাবি জানিয়েছে, তথাপি শেষাবধি ইরানের পারমানবিক অস্ত্র বা সংশ্লিষ্ট প্রযুক্তির অধিকারী না হবার বিষয়টি সুনিশ্চিত করা যায় না।
|