আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির ১১৭তম পূর্ণাংগ অধিবেশনে অংশগ্রহণকারী আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির প্রতিনিধিরা সিংগাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ছ'টায় ২০১২ সালে ওলিম্পিক গেমসের স্বাগতিক দেশ নির্বাচনের জন্য ভোট দান শুরু করেছেন ।
২০১২ সালে ওলিম্পিক গেমসের স্বাগতিক দেশ হওয়ার জন্য আবেদনকারী ৫টি শহর হচ্ছে প্যারিস , নিউইয়র্ক , মস্কো , লন্ডন আর মাদ্রিদ । অনুমান অনুযায়ী , ভোট দানের ফলাফল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রকাশিত হওয়ার কথা ।
|