৫ তারিখ চীনের জাতীয় গণ কংগ্রেসের আইন কমিটির অধিবেশনে রিয়েল রাইট আইন সংশোধনের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে । খবরে প্রকাশ , সংশোধিত খসড়া প্রস্তাব শীঘ্রই প্রকাশিত হবে ।
জানা গেছে , রিয়েল রাইট আইনের খসড়া প্রস্তাবে রাষ্ট্র , যৌথ আর ব্যক্তিগত সম্পত্তির বিষয় স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে এবং ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষা বিষয়ক আইন ব্যবস্থা পূর্ণাংগ করে দেয়া হয়েছে । তা ছাড়া দেশের গঠনকাজের প্রয়োজনের কৃষি জমির ব্যবহার আর শহরবাসীদের আবাস স্থানান্তরিত হবার ব্যাপারও স্পষ্টভাবেলিপিবদ্ধ করা হয়েছে । ১ জুলাই সমাপ্ত চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনে চেয়ারম্যান উ পান কুও ঘোষণা করেছেন যে , ব্যাপক মতামত সংগ্রহের জন্য রিয়েল রাইট আইনের খসড়া প্রস্তাব গোটা সমাজের কাছে প্রকাশিত হবে ।
|