৬ তারিখ পেইচিং ইউথ ডেইলি পত্রিকার খবরে প্রকাশ , চীনের রাষ্ট্রীয় জনসংখ্যা আর পরিবার পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ওয়াং কুও ছাং সম্প্রতি পেইচিংয়ে একটি অধিবেশনে বলেছেন , চীনের পরিবার পরিকল্পনার কোনো পরিবর্তন হয় নি ।
তিনি বলেছেন , জনসংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ার দরুণ আগে দীর্ঘকাল ধরে পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালনায় যারা বহু সন্তান প্রসব করতো , তাদের শাস্তি দেয়া হতো । নতুন ঐতিহাসিক সময়পর্বে কতকগুলো অঞ্চল বিশেষ করে গ্রামাঞ্চলে অল্প সন্তান বিশিষ্ট পরিবারকে পুরস্কার আর অর্থ প্রদানের ব্যবস্থা চালু করা হয় ।
|